E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় জেলহত্যা দিবস পালিত

২০১৪ নভেম্বর ০৩ ১৮:৪৯:১০
নওগাঁয় জেলহত্যা দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি : সোমবার নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। সকালে জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতির জনকসহ জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে মাল্যদান, কালো ব্যাজ ধারন, বিকেলে শহরের তাজের মোড়ে গণজমায়েত অনুষ্ঠিত হয়।

এদিকে মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের পীরগঞ্জ বাজারে “বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতা স্মৃতি সংঘ” দিনটি নানা কর্মসূচীর মাধ্যমে পালন করে। সকালে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও বিকেল ৪টায় জাতীয় ৪ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দিন আহমেদ, ক্যাপটেন মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামান স্মরণে আলোচনা সভার আয়োজন করে।

সংগঠনের সভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় এমপি আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম। বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ময়নুল ইসলাম ময়েন, অজিত কুমার মন্ডল, মঞ্জুরুল আলম মঞ্জু, মাহবুবুর রহমান ধলু, সাহাদত হোসেন, রাজিয়া সুলতানা, সেকেন্দার আলী, বিমল কুন্ডু, রাজু আহমেদ প্রমুখ।

(বিএম/এএস/নভেম্বর ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test