E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাটোরে জাসাস নেতার চুল কেটে হাতুরি পেটা

২০১৪ নভেম্বর ০৩ ১৯:৩৬:৩৭
নাটোরে জাসাস নেতার চুল কেটে হাতুরি পেটা

নাটোর  প্রতিনিধি : নাটোরে খালেদা জিয়ার জনসভায় নিজের রচিত গান পরিবেশন করায় বাউল আব্দুল খালেক নামে এক জাসাস নেতার চুল কেটে হাতুরি পেটা করেছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যায় দুর্বৃত্তরা শহরের ভবানীগঞ্জ এলাকায় তাকে ধরে হাতুরি পেটা করে। এসময় রাস্তার ওপর ফেলে তার মাথার ঝাঁকড়া চুলও কেটে দেওয়া হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জেলা বিএনপির সাধারন সম্পাদক আমিনুল হক জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শনিবারের জনসভায় সরকারের সমালোচনা করে গান পরিবেশন করায় দুর্বৃত্তরা তার চুল কেটে দিয়ে হাতুরি পেটা করে। হামলাকারীরা সকলেই ক্ষমতাসীন দলের সদস্য। বাউল আব্দুল খালেক জেলা জাসাসের (জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক দলের) যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা কমিটির সভাপতি। এছাড়া সে ভোলামন বাউল সংগঠনের সভাপতি। দেশ নেত্রী খালেদা জিয়াকে তার নিজের লেখা গান গেয়ে শোনানোর অপরাধে আওয়ামী সন্ত্রাসীরা তাকে হাতুরি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানাযায়, দিঘাপতিয়া ইসলাবাড়ি গ্রামের বাউল আব্দুল খালেক রোববার সন্ধ্যা ৭ টার দিকে বাড়ি থেকে শহরের ভবানীগঞ্জ এলাকায় আসলে কয়েকজন যুবক তাকে ডাক দেয়। খালেক যেতে অস্বীকৃতি জানালে তারা তার ওপর চড়াও হয়ে হাতুরি পেটা করতে থাকে। এসময় তার মাথার লম্বা ঝাঁকড়া চুল কাঁচি দিয়ে কেটে দেওয়া হয়।

নাটোর সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট অর্থপেডিক্স ডাক্তার শাজাহান আলী জানান, খালেকের শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগলেও হাড়ের কোন ক্ষতি হয়নি। তবে মেডিসিন ডাক্তারের পরামর্শ নিতে বলা হয়েছে।

নাটোর সদর থানার ওসি ফরিদুল ইসলাম জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। এঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার সাথে জড়িতদের খোঁজা হচ্ছে।

(এমআর/এটিআর/নভেম্বর ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test