E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে ১০ টন নিষিদ্ধ পলিথিন জব্দ 

২০২৩ অক্টোবর ০৩ ১৬:২২:০৯
টাঙ্গাইলে ১০ টন নিষিদ্ধ পলিথিন জব্দ 

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইল সদর উপজেলা হতে পলিথিন পরিবহনকারী একটি কাভার্ট ভ্যানসহ  ১০ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট।

আজ মঙ্গলবার টাঙ্গাইল জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এর যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়-এর যৌথ উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে টাঙ্গাইল জেলার সদর উপজেলার খুদিরামপুর শুভ হোটেল এন্ড রেস্টুরেন্ট সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি কাভার্ট ভ্যান থেকে আনুমানিক ১০ টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ এবং কাভার্ট ভ্যান চালককে বিশ হাজার টাকা জরিমানা পূর্বক আদায় করা হয়েছে। কাভার্ট ভ্যানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বহন করে রাজশাহী নিয়ে যাওয়া হচ্ছিল।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন টাঙ্গাইল জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা: সুলতানা রাজিয়া।

এসময় পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়-এর উপপরিচালক জমির উদ্দিন, সহকারী পরিচালক জনাব সজীব কুমার ঘোষ, সহকারী পরিচালক তুহিন আলমসহ জেলা পুলিশের সদস্যগণ
উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর সহকারী পরিচালক তুহিন আলম বলেন, পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলার অবৈধ কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

(এসএম/এসপি/অক্টোবর ০৩, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ ডিসেম্বর ২০২৩

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test