E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তদন্তে ৩ সদস্যের কমিটি

গোপালগঞ্জে পাচারকালে টিসিবি’র চাল-ডাল-তেল জব্দ  

২০২৩ অক্টোবর ০৩ ১৬:২৭:৫৭
গোপালগঞ্জে পাচারকালে টিসিবি’র চাল-ডাল-তেল জব্দ  

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে টিসিবি’র পণ্য পাচারকালে সাড়ে ১ হাজার ৪৫০ কেজি চাল ও অন্যান্য পণ্য জব্দ করেছেন কোটালীপাড়া উপজেলার রামশীল ইউপি চেয়ারম্যান।   

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে ইউপি চেয়ারম্যান কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি পাঠিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ঘটনার তদন্তে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছন।

রামশীল গ্রামের হরপ্রসাদ বালা সহ জনপ্রতিনিধি ও স্থানীয়রা অভিযোগ করে বলেন, এসব মালামাল জনগনের মধ্যে বিতরন না করে বাইরে বেশী দামে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এ বিষয়ে ওই ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন তারা।

কোটালীপাড়ার রামশীল ইউপি চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাস জানান, গতকাল সোমবার (০২ অক্টোবর) রাত ১০টার দিকে রামশীল ইউপির অস্থায়ী গোডাউনে রাখা ১ হাজার ৪৫০ কেজি চাল, ৫৬ লিটার তেল ও ২০ কেজি মুসুর ডাল টিসিবি ডিলার কাজী এমরান তার বাড়িতে নিয়ে যাবার সময় স্থানীরা জনগন ফেলে। স্থানীয়রা আমাদেরকে খবর দেয়। আমি মালামাল গুলো জব্দ করে ইউনিয়ন পরিষদে রেখে দেই।রাতেই আমি উপজেলা নির্বাহী অফিসারকে জানাই। আজ মঙ্গলবার সকালে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি দিয়েছি । বিষয়টি পুলিশকেও অবহিত করা হয়েছে।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ এর সাথে এ বিষয়ে কথা হলে তিনি জানান, আজ মঙ্গলবার ইউপি চেয়ারম্যানের চিঠি পাওয়ার পর উপজেলা কৃষি অফিসারকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওই কর্মকর্তা।

অভিযুক্ত টিসিবি ডিলার কাজী এমরান বলেন, ওই ইউনিয়নে আমার টিসিবির পণ্য বিক্রয় সম্পন্ন হয়েছে। ক্রেতারা ডাল ও তেল বেশি কিনেছে। কিন্তু চাল কেনে নি। এসব পন্য অন্য ইউনিয়নে বিতরণের জন্য নিয়ে যাওয়া হচ্ছি। তখন স্থানীয়রা এটি জব্দ করে। অন্যত্র পরিবহনের আগে আমি বিষয়টি ইউপি চেয়ারম্যান বা কাউকে অবহিত করিনি।

(টিবি/এসপি/অক্টোবর ০৩, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ ডিসেম্বর ২০২৩

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test