E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আগৈলঝাড়ায় অবৈধভাবে ঘাটলা দখলে নিতে বালু ভরাট, বন্ধ করল প্রশাসন

২০২৩ অক্টোবর ০৩ ১৭:৫১:১৬
আগৈলঝাড়ায় অবৈধভাবে ঘাটলা দখলে নিতে বালু ভরাট, বন্ধ করল প্রশাসন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা সদর বাজারের পাকা ঘাটলার পথ ব্যক্তিগতভাবে দখল করে বালু ভরাট করার অভিযোগ পেয়ে কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন।   

জানা গেছে, সরকারী জায়গায় বাজারের জনসাধারণের জন্য নির্মিত ঘাটলার পথে বালু ভরাট করছিল স্থানীয় ব্যবসায়ি মোল্লা মো. হান্নান। অভিযোগ পেয়ে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে দখলে নিতে চাওয়া ব্যবসায়ির বালু ভরাটের কাজ বন্ধ করে দেন।

এসময় আংশিক ভরাটকৃত বালু ওই ব্যবসায়িকে নিতে নির্দেশ দেন অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বরৈও শতর্ক করে দেন। অভিযানে উপস্থিত ছিলেন এসআই আবু সালেহ, সার্ভেয়ার মাসুদ হোসেন, গৈলা তহসিলদার রেজাউল কবির, ভুমি অফিসের নাজির সোহেল আমিনসহ প্রমুখ।

ভ্রাম্যমান আদালত বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন বলেন, সার্ভেয়ার ও তহশিলদারকে জায়গা মেপে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে দ্রুত ঘাটলা পরিস্কার করে দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই ব্যবসায়ীকে।

(টিবি/এসপি/অক্টোবর ০৩, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test