E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাভারে শারদীয় উৎসব উপলক্ষ্যে মতবিনিময় সভা 

২০২৩ অক্টোবর ০৪ ১৭:২৫:২০
সাভারে শারদীয় উৎসব উপলক্ষ্যে মতবিনিময় সভা 

তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভার মডেল থানা পুলিশের আয়োজনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২ অক্টোবর) সাভার থানা রোডের একটি কমিউনিটি সেন্টারে সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বরুণ ভৌমিক নয়ন ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা পিপিএম এর সভাপতিত্বে ও সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদের সঞ্চালনায় উপজেলার পূজা উদযাপন কমিটির নেতারা বিভিন্ন মতামত ও উৎসব উদযাপনের পরিকল্পনা তুলে ধরেন।

সনাতন ধর্মাবলম্বী নেতারা বলেন, এবার ১২৩টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। প্রতিবারের মতো এবারেও সাভার উপজেলা জুড়ে দুর্গাপূজার প্রস্তুতি চলছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, পূজা চলাকালে দ্রুতগতির মোটরসাইকেল রোধ ও কোনোরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য সচেষ্ট থাকবে সাভার মডেল থানা পুলিশ। এতে পুলিশের সাথে আইন-শৃঙ্খলায় পূজা কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবকরা সমন্বয় করবে।

এছাড়া, সব ধরনের গুজব হতে সতর্ক থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা লাগানো, উচ্চস্বরে সাউন্ড বক্স না বাজানোসহ সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে পালনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে আসন্ন পূজা উদযাপন করতে আহ্বান জানানো হয়।

এ সময় ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাভার মডেল থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) আব্দুল্লাহ বিশ্বাস, ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসেল মোল্লাসহ সকল পূজা মণ্ডপের নেতারা উপস্থিত ছিলেন।

(টিজি/এসপি/অক্টোবর ০৪, ২০২৩)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test