E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যশোরে প্রতিপক্ষের হামলায় মাদককারবারি গুলিবিদ্ধ 

২০২৩ অক্টোবর ০৫ ১৮:৫৮:৩১
যশোরে প্রতিপক্ষের হামলায় মাদককারবারি গুলিবিদ্ধ 

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরের চৌগাছা সীমান্তে মাদক কারবারির দুই গ্রুপের রেষারেষিতে ১ জন গুলি বিদ্ধ হয়েছেন। প্রতিপক্ষ মাদককারবারির গুলিতে গুরুতর  আহত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম ওরফে খোকন (৪৭)। তিনি দৌলতপুর গ্রামের ইছাহক আলীর ছেলে।

গত বুধবার দিবাগত রাত ১ টার দিকে চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের ভারত সীমান্তবর্তী দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাকে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের ভাগ্নে রাজু আহামেদ সাংবাদিকদের জানান, ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার মামা-ভাগ্নে গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে সানোয়ার হোসেন ওরফে ফেন্সি সানোয়ারের সঙ্গে মাদক চোরাকারবারি নিয়ে জাহাঙ্গীর আলম খোকনের দীর্ঘ দিনের বিরোধ ছিলো। তারা সম্পর্কে আপন খালাতো ভাই। বুধবার দিবাগত রাত ১২টায় ৪৫ মিনিটের দিকে জাহাঙ্গীর আলম খোকন নিজের ঘরে ঘুমিয়ে ছিল। এসময় সানোয়ার হোসেন এবং দৌলতপুর গ্রামের খোরশেদের ছেলে আবুল কাশেম (৪৪) ঘরের জানালা দিয়ে ৬ রাউন্ড গুলি করে। গুলিতে জাহাঙ্গীর আলমের বাম হাতের দুটি আঙ্গুল ভেঙ্গে যায় এবং একটি গুলি তার বুক ভেদ করে ছিদ্র হয়ে পেছন দিক দিয়ে বের হয়ে যায়।

হামলাকারীদের পরিচয় জাহাঙ্গীর ওরফে খোকন নিজে নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন ভাগ্নে রাজু আহমেদ এবং প্রতিবেশিরা।

রাজু আরও জানান, ‘ঘটনার পরপরই দ্রুত জাহাঙ্গীরকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসক তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দিলে আমরা তাকে ঢাকায় নিয়ে এসেছি।’

আহতের ভাই মোহাম্মদ বাবু জানান, রাতে ভাইয়ের চিৎকারে দ্রুত তার ঘরে এসে দেখি ভাইয়ের হাতে ও পেটে গুলি লেগেছে। আরও তিনটি গুলি ঘরের মধ্যে দেয়ালে লেগেছে। মেঝেতে গুলির খোসাও পড়ে আছে।

এ বিষয়ে চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, গুলিবিদ্ধের বিষয়টি শুনেছি। প্রকৃত কারণ অনুসন্ধানের চেষ্টা করছি। পরে বিস্তারিত বলতে পারবো।

(এসএ/এসপি/অক্টোবর ০৫, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test