E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পলাশবাড়ীর পবনাপুর মহিলা কলেজে ২৩-২৪ শিক্ষাবর্ষের পাঠদান শুরু

২০২৩ অক্টোবর ০৮ ১৮:১৬:০২
পলাশবাড়ীর পবনাপুর মহিলা কলেজে ২৩-২৪ শিক্ষাবর্ষের পাঠদান শুরু

রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার পবনাপুর মহিলা কলেজের ২০২৩- ২০২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর পাঠদান ক্লাসের শুভ উদ্বোধন করেন অত্র কলেজের অধ্যক্ষ এস এম জহুরুল ইসলাম।

আজ রবিবার সকালে পাঠদানের শুভ উদ্বোধনের সময় উপস্থিত শিক্ষক/ কর্মচারী ও ছাত্রীদের উদ্দেশ্যে অধ্যক্ষ এস এম জহুরুল ইসলাম বলেন,মুক্তিযোদ্ধার চেতনায় দেশ গড়ার লক্ষ্যে মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে।

এ সময় প্রতিষ্ঠানের সাবেক সভাপতি শাহ আলম মন্ডল বলেন, দীর্ঘ ২৩ বছরে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হাওয়ায় শিক্ষক কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছে আমি মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষা মন্ত্রীর দৃষ্টি আর্কষণ করবো গাইবান্ধার জেলার পলাশবাড়ী উপজেলার ৮টি ইউনিয়নের একমাত্র প্রত্যন্ত গ্রাম অঞ্চলে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়ে নারী শিক্ষার ক্ষেত্রে বিশেষ ভুমিকা রাখছে। এ বছর ১৮২জন ছাত্রী অত্র কলেজে ভর্তি হয়েছে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন অত্র কলেজের সাবেক সভাপতি শাহ আলম মন্ডল, সদস্য রোকানুজ্জামান স্বপন, প্রভাষক সঞ্জিত কুমার বর্মন, আলমগীর প্রধান, শরিফুল ইসলাম, মামুনুর রশিদ, আনোয়ারুল আজিম, গোলাম মোস্তফা, আরিফুল হক মাসুদা, জাহাঙ্গীর কবির, মাছুমা, রিমন, রওশন আজাদ, ফজলুল করিম, বাবু নিক্সন, আসাদুজ্জামান রুবেল, হাবিবুর বাবলুসহ কলেজের শিক্ষার্থী ও অভিভাবকসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা।

(আরআই/এসপি/অক্টোবর ০৮, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test