E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এমপি অসীম উকিলের নতুন চমক: মাসে ১৫ উন্নয়ন কাজ উদ্বোধন

২০২৩ অক্টোবর ১১ ১৮:৩৩:৫১
এমপি অসীম উকিলের নতুন চমক: মাসে ১৫ উন্নয়ন কাজ উদ্বোধন

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : নেত্রকোনায় কেন্দুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা ও হাটবাজারের উন্নয়নে দেরিতে হলেও নেওয়া হয়েছে ব্যাপক উদ্দ্যোগ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এসব প্রকল্প গ্রহণ করা হয়েছে। এতে তৃণমূলের আওয়ামীলীগ নেতাকর্মীসহ সাধারণ জনগণের মুখে ফুটছে আনন্দের হাসি। জনগণ বলেছেন, এমপি অসীম কুমার উকিল একমাসে ১৫টি উন্নয়ন কাজের উদ্বোধন করে নতুন চমক সৃষ্টি করেছেন। 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কেন্দুয়া উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সার্ভেয়ার শফিকুল ইসলাম জানান, গত ১ মাসে ১৫৯ নেত্রকোনা-৩ আসনের এমপি অসীম কুমার উকিল ১৫ কোটি ৮৭ লাখ ১৮ হাজার ৯১৯ টাকা ব্যয়ে যে ১৫টি উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করেছেন এর মধ্যে ২ কোটি ৪ লাখ ৩৮ হাজার ৬৯১ টাকা ব্যয়ে গনডা ইউপি অফিস রায়ের বাজার রাস্তা, ৮৫ লাখ ২১৪০ টাকা ব্যয়ে গনডা উচ্চ বিদ্যালয় হতে পাহাড়পুর জিপিএস, ৯৩ লাখ ১৩ হাজার ১১৩ টাকা ব্যয়ে মাসকা ইউপি অফিস-কান্দিউড়া ইউপি অফিস ভায়া রামচন্দ্রপুর রাস্তা, ৩ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বঙ্গবাজার মার্কেট ভবন নির্মাণ কাজ, ১ কোটি ৯ লাখ ২২ হাজার ৯৯২ টাকা ব্যয়ে গোপালপুর আমতলা রাস্তা, ৮৫ লাখ ৪১৮ টাকা ব্যয়ে বীরমহুরী ভাটলাড়া ভায়া গাড়দিয়া সড়ক পাকা করণ, ১ কোটি ১১ লাখ ৮৩ হাজার ৮৯৪ টাকা ব্যয়ে খিদিরপুর গ্রামীণ সড়ক পাকা করণ, ৮৩ লাখ ৬৬ হাজার ৬৬ টাকা ব্যয়ে রোয়াইলবাড়ী ইউপি অফিস বঙ্গবাজার সড়ক পাকা করণ, ২১ লাখ ৫৯ হাজার ৬৪ টাকা ব্যয়ে রোয়াইলবাড়ী ইউপি অফিস সেনের বাজার, চিটুয়া বাজার, বৈরাটী বাজার ভায়া আদমপুর হাসপাতাল সড়ক, ১ কোটি ৩১ লাখ ১৫ হাজার ৩১০ টাকা ব্যয়ে চিথোলিয়া মোড় হতে সাজিউড়া বাজার ভায়া সাগুলি রাস্তা পাকা করণ, ১ কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৪৯৩ টাকা ব্যয়ে নওপাড়া ইউপি অফিস হতে বারবী বাজার ভায়া কোনাপাড়া সড়ক পাকা করণ, ৯১ লাখ ৪২ হাজার ১৬৪ টাকা ব্যয়ে শহিদ মিলন বাসস্ট্যান্ড আলমপুর জিপিএস সড়ক, ১ কোটি ২৯ হাজার ৩৯১ টাকা ব্যয়ে কেন্দুয়া আরএইচডি আঠারবাড়ী সড়ক এবং কাঁঠালতলা হতে চেংজানা সড়ক, ৬২ লাখ ৮৪ হাজার ৩৭৬ টাকা ব্যয়ে দৈল্লা মসজিদ সড়ক এবং ৪২ লাখ ৭৮ হাজার ২০৭ টাকা ব্যয়ে পাইকুড়া চিটুয়া বাজার সড়ক পাকা করণের কাজ উদ্বোধন করা হয়েছে।

এ প্রসঙ্গে রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান আকন্দ বলেন, আমার ইউনিয়নে যেসব রাস্তার কাজ উদ্বোধন করা হয়েছে কাজ সম্পন্ন হলে যোগাযোগের ক্ষেত্রে অনেক সুফল পাবেন জনগণ। তিনি বলেন, তাতিপাড়া ব্রীজের জন্য ৫০ লাখ টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। এছাড়া কয়েকটি রাস্তার উদ্বোধন করায় তিনি এমপি অসীম কুমার উকিলের প্রতি কৃতজ্ঞতা জানান।

আজ বুধবার দুপুরে নওপাড়া ইউপি অফিস হতে বাররী বাজার ভায়া কোনাপাড়া রাস্তা পাকা করণের কাজ উদ্বোধন কালে এমপি অসীম কুমার উকিল জনগণকে আশ্বস্ত করে বলেন, করোনার কারণে দীর্ঘ দুই বছর সময় রাস্তাঘাট উন্নয়নের কাজ বন্ধ ছিল এখন উন্নয়নের দ্বার খুলেছে। আটপাড়া কেন্দুয়া নির্বাচনী এলাকায় যেসব রাস্তা, ব্রীজ, কালভার্ড অনুমোদন এসেছে এবং যেগুলোর উদ্বোধন করা হচ্ছে এসব উন্নয়ন প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হলে জনগণকে রাস্তাঘাটের জন্য এমপি বা মন্ত্রীর কাছে গিয়ে বলতে হবেনা আমাদের রাস্তা করে দিন। তিনি অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আবারও নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রাধানমন্ত্রীর আসনে বসাতে সকলের প্রতি আহবান জানান।

(এসবি/এসপি/অক্টোবর ১১, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test