E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্গা পূজা সুন্দরভাবে উদযাপনে অপসংস্কৃতি রুখে দিতে হবে : অসীম উকিল

২০২৩ অক্টোবর ১১ ১৯:১১:৩৩
দুর্গা পূজা সুন্দরভাবে উদযাপনে অপসংস্কৃতি রুখে দিতে হবে : অসীম উকিল

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের এমপি অসীম কুমার উকিল বলেছেন, বাঙ্গালী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দূর্গা পূঁজা। এই দুর্গা পূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের ক্ষেত্রে যেকোন অনিয়ম ও অপসংস্কৃতির বিরুদ্ধে সকলকে একযোগে রুখে দাঁড়াতে হবে। 

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চান সকল ধর্ম বর্ণের মানুষ উৎসব মুখর পরিবেশে তাঁদের ধর্মীয় আচার অনুষ্ঠান স্বাধীনভাবে উদযাপন করুক।

তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনা নিয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ সংঘঠিত হয়েছে। এই মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তাবায়নে সকলকে অসাম্প্রদায়িক পতাকার তলে ঐক্যবদ্ধ হতে হবে।

অসীম কুমার উকিল বলেন, সারা পৃথিবীতে একন একটি প্রসংশিত নাম বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে বিভিন্ন ধর্মের আচার অনুষ্ঠানে বিঘ্ন ঘটিয়ে যারা ঘোলা পানিতে মাছ শিকার করে সুন্দর পরিবেশ নষ্ট করতে চায় তাদের বিষয়ে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলকে সজাগ থাকতে হবে।

হিন্দু সম্প্রদায়ের পূঁজারিদের উদ্দ্যেশ্যে তিনি বলেন, দূর্গা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন ছাড়া কোন পূঁজা উদযাপন ঠিক হবেনা। লাখ লাখ টাকা খরচ করে মায়ের পূঁজা করবেন সেই মায়ের পূঁজা সুন্দরভাবে উদযাপনে আগে নিজেরাই পাহারা দেবেন।

কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গা পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল শ্রেণির পেশা মানুষের সাথে একমত বিনিময় সাভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কাথা বলেন।

উপজেরা পরিষদ মিলনায়তনে এ মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল। এতে বক্তব্য রাখেন কেন্দুয়া থানার ওসি মো: এনামুল হক কেন্দুয়া উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি অনীলচন্দ্রভদ্র ও সাধারণ সম্পাদক সজল কুমার সরকার।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: নূরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: আসাদুল হক ভূঞা, কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ ফারাবি, সহাকারী কমিশনার (ভূমি) মো: রাজিব হোসেনসহ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাসহ ৫১টি পূঁজা মণ্ডপের নেতৃবৃন্দ।

(এসবি/এসপি/অক্টোবর ১১, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test