E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্রীনগরে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতিমূলক সভা

২০২৩ অক্টোবর ১২ ১৭:৩৪:৫২
শ্রীনগরে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতিমূলক সভা

আমিনুল ইসলাম মাছুম, শ্রীনগর : মুন্সীগঞ্জের শ্রীনগরে আসন্ন শারদীয় দূর্গোৎসব উদযাপণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। 

আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের মিলনায়তনে প্রস্তুতিমূলক সভাটি অনুষ্ঠিত হয়।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. তোফাজ্জল হোসেন, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু তোহা মোহাম্মদ শাকিল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক, শ্রীনগর থানার ওসি (তদন্ত) ওয়াহেদ পারভেজ, শ্রীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মদন গোপাল সাহা, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার, আনোয়ার হোসেন খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন মোদক, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি স্বপন রায়, উপজেলা আওয়ামী লীগের সাবে সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, ইউপি চেয়ারম্যান মো.তাজুল ইসলাম, সোলায়মান খাঁন, বাবুল হোসেন বাবু, আজিজুল ইসলাম, ফজলুর রহমান (ফুলচাঁন), শহিদুল্লাহ কামাল ঝিলু, আবু আল নাসের তানজিল, নাজির হোসেন, রফিকুল ইসলাম বাবু, হামিদুল্লাহ খান মুন, কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ প্রমুখ।

এ সময় বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ও স্থানীয় জন প্রতিনিধিগণ ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন স্থানে মোট ৮৪টি পুজা মন্ডপে শারদীয় দুর্গাৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।

(এএম/এসপি/অক্টোবর ১২, ২০২৩)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test