E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় বৃষ্টির পানিতে ভেসে গেছে ৪০০ কোটি টাকার মাছ 

২০২৩ অক্টোবর ১২ ১৮:১৫:৩৪
কেন্দুয়ায় বৃষ্টির পানিতে ভেসে গেছে ৪০০ কোটি টাকার মাছ 

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : অতি বৃষ্টির কারণে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার একটি পৌরসভাসহ ১৩টি ইউনিয়নের পুকুর-দীঘি ও খামারের ৪শ কোটি টাকার পোনা ও মাছ পানিতে ভেসে গেছে। এতে উপজেলার মৎস্য চাষীদের সর্বনাশ হয়েছে। চষীরা বলছেন, এই ভয়াবহ ক্ষতি পুষিয়ে উঠতে তাদেরকে অনেক দুর্ভোগ পোহাতে হবে। যদি সরকারের পক্ষ থেকে সঠিক পৃষ্টপোষকতা দিয়ে পুর্ণবাসনের উদ্দ্যোগ নেওয়া হয় তবেই তারা মাথা তোলে দাঁড়াতে পারবেন। 

কেন্দুয়া উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায় উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের পুকুর-দীঘি ও খামারের সংখ্যা ১ হাজার ১৮৫টি। ক্ষতিগ্রস্থ চাষীর সংখ্যা ৭শ ৫৮ জন, পুকুর-দীঘি খামারের আয়তন ২শ ৮৫ হেক্টর। ভেসে যাওয়া মাছের পরিমাণ ২ হাজার ৫শ ৬৫ মেট্রিক টন এবং পোনার পরিমাণ ২শ মেট্রিক টন।

রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান আকন্দ বলেন, অতি বৃষ্টির কারণে তার ইউনিয়নে মৎস্য চাষীদের যে পরিমাণ ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়া খুবই কঠিন। তিনি সরকারিভাবে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে প্রণোদনা ও স্বল্পসুদে ব্যাংকের মাধ্যমে ঋণ দিয়ে কৃষকদের পুর্ণবাসন করার দাবি জানান।

একই কথা বলেন, পাইকুড়া ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান মো: ইসলাম উদ্দিন। নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সারোয়ার জাহান কায়সার বলেন, খাল-বিল, নদী-নালা ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি সহজে নামতে না পেরে পুকুর-দীঘি বা খামারের মাছ ভাসে গেছে। এতে কৃষকদের সর্বনাশ হয়েছে। তিনি মৎস্য চাষীদের মাথা তোলে দাঁড়াতে নামে মাত্র সুদে কৃষকদেরকে কৃষি ঋণ দেওয়ার জন্য সরকারের নিকট জোর দাবি জানান।

বলইশিমুল ইউনিয়নের কুমুরুরা গ্রামের মৎস্য চাষী উজ্জ্বল সরকার জানান, তার এক একর ২০ শতাংশ খামারে মাছ চাষ করেছিলেন। অতি বৃষ্টিার পানিতে পাড় ভেঙ্গে গিয়ে ১০ লাখ টাকা মাছ ভেসে গিয়ে তার সর্বনাশ হয়েছে। তিনি বলেন, আমার মতো আরও অনেক মৎস্য চাষী এখন শুধু চোখে অন্ধকারই দেখছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সুদৃষ্টি গিয়ে মৎস্য চাষীদের কৃষি ঋণের মাধ্যমে সহযোগিতা করেন তবেই আমরা সুন্দরভাবে জীবন-যাপন করতে পারব।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আলম জানান, অতি বৃষ্টির কারণে কেন্দুয়া উপজেলার প্রায় ৩শ ৯৬ কোটি ৬৮ লাখ টাকার মাছ, ৩ কোটি টাকার পোনা ভেসে গিয়ে চাষীদের বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ১৭ লক্ষ টাকার অবকাঠামোগত ক্ষতির বিবরণসহ সংশ্লিষ্ট অধিদপ্তরে তথ্য পাঠানো হয়েছে।

(বিএস/এসপি/অক্টোবর ১২, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test