E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তাতীপাড়ায় সেই বাঁশের সাঁকোর পরিবর্তে ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন

২০২৩ অক্টোবর ১৩ ২১:৫৫:৩২
তাতীপাড়ায় সেই বাঁশের সাঁকোর পরিবর্তে ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী বাজার অদূরে বেতাই নদীর উপর তাতীপাড়ায় সেই বাঁশের সাঁকোর পরিবর্তে ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাদ্ধকৃত ৫০ লাখ টাকায় নির্মিত হচ্ছে এই ব্রীজ। শুক্রবার সকাল ১০ টায় নির্মাণ কাজের উদ্বোধন করেন নেত্রকোনা-৩ আসনের এমপি অসীম কুমার উকিল। উদ্বোধনকালে নদীর দুই পাড়ের বিভিন্ন গ্রামের ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও উপস্থিত ছিলেন। এসময় তারা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন এই ব্রীজের নির্মাণ কাজ সম্পন্ন হলে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ, রোয়াইলবাড়ী ফাজিল মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ ১০টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষের সুষ্ঠু চলাচলের সুযোগ তৈরি হবে। চলতি বছরের ২৮ এপ্রিল জাতীয় দৈনিকে “যানবাহনের ভাড়ে সাঁকো ভেঙ্গে পড়ার আশঙ্কা” শিরোনামে একটি সংবাদ প্রকাশের পর মন্ত্রণালয়ের কর্তৃপক্ষের টনক নড়ে।

পরে দেওয়া হয় ৫০ লক্ষ টাকা বরাদ্ধ। ওই সাঁকোর উপর দিয়ে কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী বাজার থেকে বঙ্গ বাজার হয়ে আঠারো বাড়ি রায়ের বাজার পর্যন্ত রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসা বাণিজ্যের জন্য এই রাস্তা দিয়ে প্রতিদিন রায়ের বাজার, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ থেকে ব্যবসায়ীরা বিভিন্ন পণ্য পরিবহণ করত আগে। রোয়াইলবাড়ী তাতীপাড়া এলাকায় বেতাই নদীর উপর ব্রীজটি ধসে যাওয়ায় ওই রাস্তায় ১ বছরের অধিক সময় ধরে ব্যবায়ীদের পণ্য পরিবহন বন্ধ ছিল।

বিকল্প উপায়ে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ওই নদীর উপর জোড়াতালি দিয়ে একটি বাঁশের সাঁকো নির্মাণ করে দেওয়া হয়। কিন্তু বাঁশের সাঁকোর উপর দিয়ে ভাড়ি কোন যানবাহন চলাচল করতে পারেনা। ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার হয়ে থাকে অটো রিক্সার মতো যানবাহন। শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান জানান সাঁকোর উপর দিয়ে ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে আসা যাওয়া খুবই ঝঁকিপূর্ণ। অনেক সময় বাঁশের সাঁকো থেকে ছিঁটকে গিয়ে ছাত্র-ছাত্রীদের পানিতে পড়তে হয়েছে। এখন এই ব্রীজ নির্মিত হলে ছাত্র-ছাত্রীরা ব্রীজের উপর দিয়ে নিরাপদে চলাচল করতে পারবে।

রোয়াইলবাড়ী ফাজিল মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এডভোকেট নূরুল আলম বলেন ব্যবসা বাণিজ্যসহ স্কুল, কলেজ ও মাদ্রাসা ছাত্র-ছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে ওই সাঁকোর উপর দিয়ে চলাচল করত। এমপি অসীম কুমার উকিলের প্রচেষ্টায় মন্ত্রণালয় থেকে এই ব্রীজ নির্মাণের জন্য ৫০ লাখ টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। আজ শুক্রবার নির্মাণ কাজের উদ্বোধন করা হলো। তিনি বলেন ব্রীজটির কাজ দ্রæত সম্পন্ন হলে এলাকাবাসীর মুখে হাসি ফুটবে।

রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: লুৎফুর রহমান আকন্দ দাবি করে বলেন রোয়াইলবাড়ী, রাজনগর, কলসাটি, আমতলা, কুতুবপুর, ফতেপুর ও নিলম্বরখিলাসহ দশ গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ এই সাঁকো দিয়ে চলচল করতেন জীবনের ঝুঁকি নিয়ে। এখন ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে আজ। তিনি বলেন, দ্রæততম সময়ের মধ্যে ব্রীজটির নির্মাণ কাজ সম্পন্ন হলে ব্যবসা বাণিজ্যের প্রসার, জনগণ, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের নিরাপদ চলাচলের সুন্দর সুযোগ সৃষ্টি হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কেন্দুয়া উপজেলা প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের ভাষা রোয়াইলবাড়ী বাজার থেকে বঙ্গ বাজার হয়ে আঠারোবাড়ী রায় বাজার পর্যন্ত রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। এই রাস্তায় বেতাই নদীর উপর তাতীপাড়া নামক স্থানে ব্রীজ নির্মাণের জন্য ৫০ লাখ টাকা বরাদ্ধ দিয়েছে মন্ত্রনালয়। নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আশা করি খুব দ্রæততম সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করে যানবাহন ও ছাত্র-ছাত্রীসহ জনগণের নিরাপদ চলাচলের সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে।

(এসবিএস/এএস/অক্টোবর ১৩, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test