E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাহিদ আলম মাগুরা-১ আসনে জাসদ প্রার্থী

২০২৩ অক্টোবর ১৫ ১৯:১২:৫৪
জাহিদ আলম মাগুরা-১ আসনে জাসদ প্রার্থী

মাজহারুল হক লিপু, মাগুরা : মাগুরা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য জাহিদুল আলমের নাম ঘোষণা করেছে মাগুরা জেলা জাসদ।

গত শনিবার দুপুরে মাগুরা জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় এই ঘোষণা করা হয়।

মাগুরা জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভার শুরুতে জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সভায় উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে ভাচুয়ালী বক্তব্য রাখেন।

সাধারণ সভায় উপস্থিত প্রধান অতিথি জাসদ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য জাহিদ আলম বলেন, বর্তমান সরকারের মেয়াদ পূর্ণ হওয়া এবং আগামী জাতীয় নির্বাচনের সময় এগিয়ে আসার সাথে তাল মিলিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ও উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। বিএনপি, জামাত এবং তাদের রাজনৈতিক সঙ্গীরাসহ সরকার বিরোধী রাজনৈতিক শক্তিসমূহ নির্বাচনের আগেই সরকার উৎখাত করে সংবিধান বহির্ভূত অস্বাভাবিক সরকার আনার জন্য মাঠ গরম ও জল ঘোলা করে ষড়যন্ত্র-চক্রান্তের পথে মরিয়া হয়ে দূর্ভাগ্যজনকভাবে যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশকে ঘিরে তাদের ভূ-রাজনৈতিক স্বার্থে সরকার উৎখাত করে সংবিধান বহির্ভূত অস্বাভাবিক সরকার আনার চেষ্টা চালাচ্ছে। বিএনপি, জামাত, জঙ্গী ও তাদের রাজনৈতিক সঙ্গী এবং সরকার বিরোধীদের এই ষড়যন্ত্র-চক্রান্তের রাজনীতির প্রতি প্রকাশ্যে সমর্থণ প্রদান করছেন। দেশী-বিদেশী ষড়যন্ত্রে-চক্রান্তের রাজনীতি প্রতিহত করে সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশের সকল গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল, দেশপ্রেমিক রাজনৈতিক ও সামাজিক শক্তি, দল, সংগঠন, গোষ্ঠী, মহা, ব্যক্তির ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক অবস্থান গ্রহণ করা উচিৎ।

সাধারণ সভায় অন্যান্যের মধ্যে জেলা জাসদ সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি, সহ-সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, বিমল বিশ্বাস, যুগ্ম সম্পাদক মৃধা খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, জাসদ নারী জোট নেত্রী এডভোকেট আমেনা খাতুন লাবনী সহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

(এম/এসপি/অক্টোবর ১৫, ২০২৩)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test