E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ

২০২৩ অক্টোবর ১৭ ১৮:০৩:১৮
পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ

রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

উপজেলা কৃষি অফিসের আয়োজনে সোমবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলা কৃষি অফিস চত্বরে এসব বীজ ও সার বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন রংপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আফতাব হোসেন।

বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ খোরশেদ আলম ও উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশু, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. হারুনুর রশিদ ও মোছা. আশিকা জাহান তৈশীসহ উপ-সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে গম, ভূট্টা, সরিষা, সূ্র্যমূখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, সয়াবিন ফসলের প্রণোদনা বাস্তবায়নের লক্ষ্যে ৪ হাজার ৫শ' ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়। পরে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় একতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

(আরএম/এসপি/অক্টোবর ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test