E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাভারে সিনেমা স্টাইলে ব্যবসায়ীর টাকা লুট

২০২৩ অক্টোবর ১৮ ১৩:০৫:৩৭
সাভারে সিনেমা স্টাইলে ব্যবসায়ীর টাকা লুট

তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভারে ডিম ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ঢুকে চাপাতি দিয়ে জিম্মি করে টাকা ও মোবাইল ফোন লুটে নেয় দুর্বৃত্তরা। ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও দুজন কর্মচারী উপস্থিত থাকলেও মুখোশ পরিহিত দুই ব্যক্তির তোপের মুখে কিছুই করার ছিল না তাদের। এ ধরনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি ১৪ অক্টোবর রবিবার দিবাগত রাত ৩টার দিকে সাভার পৌরসভার রাড়িবাড়ী এলাকার জেআর এন্টারপ্রাইজ নামে একটি ডিমের আড়তে এ ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানের বাইরে থাকা অপর একটি সিসি ফুটেজে দেখা যায়, বাইরে একজন মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। ভেতর থেকে লুটপাট করে দুজন বের হয়ে মোটরসাইকেলে উঠে চলে যায়। তাদের একজন মাথায় হেলমেট ও অপরজন মুখে কাপড় বাঁধা ছিল। মোটরসাইকেলে সঙ্গে থাকা ব্যক্তিকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না।

ভুক্তভোগী ব্যবসায়ীর নাম মো. নুরুল ইসলাম রবিউল। তিনি দীর্ঘদিন ধরে সাভারের রাড়িবাড়ী এলাকায় বসবাস করে ডিমের ব্যবসা করে আসছিলেন।

মো. নুরুল ইসলাম বলেন, ডিমের ব্যবসা যেহেতু প্রায় রাতই কাজ করতে হয়। রবিবার দিবাগত রাতেও কাজের হিসাব-নিকাশ করছিলাম।

হঠাৎ করে দুজন এসে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রতিষ্ঠানে থাকা প্রায় এক লাখ ৩৪ হাজার টাকা ও ৫টি মোবাইল ফোন নিয়ে যায়। আমি ও দুই কর্মচারী চুপচাপ দেখছিলাম। কিছুই করার ছিল না। পরে রাতে ঘটনাটি থানায় জানালে একটি টহল টিম আসে। তারা জানায়, সড়কের মাথায় দুইটি চাপাতি পেয়েছে।

একটি মোটরসাইকেলে তিনজন যাচ্ছিল। তাদের সন্দেহ হলে ধাওয়া দেয়। এসময় তারা অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে ধারণা করি এরাই তারা হবে। পরদিন থানায় গিয়ে সাধারণ ডায়েরি করেছি।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্রা সাহা বলেন, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্তের পাশাপাশি অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(টিজি/এএস/অক্টোবর ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test