E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাভারকে গ্রীন ও ক্লিন শহর বানাতে বিরামহীন কাজ করে যাচ্ছেন মেয়র আব্দুল গনি

২০২৩ অক্টোবর ১৮ ১৬:৩১:১৩
সাভারকে গ্রীন ও ক্লিন শহর বানাতে বিরামহীন কাজ করে যাচ্ছেন মেয়র আব্দুল গনি

কাজী দেলোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার : সাভারকে গ্রীন ও ক্লিন শহর করার উদ্দেশ্যে বিরমহীন কাজ করে যাচ্ছেন মেয়র হাজী মো: আব্দুল গনি যাকে  সাভার বাঁশি তাদের নয়নের  মণি ও একজন সৎ নিষ্ঠাবান আদর্শবান নেতা বলে দাবি করেন। যার ছাত্র জীবন থেকে শুরু করে এই পর্যন্ত রাজনৈতিক ক্যারিয়ার  নেই কোন কলঙ্কের দাগ। যার দরুন বারবার সাভার বাসি তাকে ভোট দিয়ে মেয়র বানিয়ে থাকেন। 

হাজী মোহাম্মদ আব্দুল গনি এমনি একজন মেয়র যার প্রতিটা মুহূর্তে সাভারকে কিভাবে বাংলাদেশের ভিতর একটি দৃশ্যমান মডেল শহর তৈরি করা যায় এই চিন্তায় মশগুল থাকেন এবং এভাবেই করে যাচ্ছেন যার কাজের অজস্র পরিমাণ উদাহরণ আছে যেমন:-

১. আনন্দপুর জনাব মুদার সাহেব এর বাড়ী হতে ব্র্যাক অফিস লিংক জনাব হাফিজ উদ্দিন এর বাড়ী পর্যন্ত কার্পেটিং রাস্তা উন্নয়ন করণ কাজ।

২. বিনোদবাইদ জনাব কমল মাস্টারের বাড়ী হতে ভায়া জনাব আব্বাসের বাড়ী হতে জনাব আনোয়ারের গ্রীলের দোকান পর্যন্ত সিসি রাস্তা উন্নয়ন এবং ড্রেন নির্মাণ করণ কাজ।

৩. ভাগলপুর সিরামিকস রোডে অন্তমনি ট্রেডার্স হতে দক্ষিণ দরিয়াপুর জনাব কামালের বাড়ী পর্যন্ত ড্রেনসহ সিসি রাস্তা নির্মাণ। করণ কাজ।

৪. ঘোষপাড়া জনাব বাবু এর বাড়ী হতে ডা. চান মিয়া এর বাড়ী হয়ে জনাব তাহের সাহেব এর বাড়ী পর্যন্ত রাস্তা সিসি নির্মাণ। করণ কাজ।

৫. তালবাগ জনাব রশিদ মিয়া এর বাড়ী হতে জনাব ইমরুলের বাড়ী হয়ে মেইন রাস্তা পর্যন্ত ড্রেন নির্মাণ করণ কাজ।

৬. উত্তর তালবাগ জনাবা সেলিনা আহমেদ গং এর বাড়ী হতে জনাব সামসুল এর বাড়ী হয়ে মেইন রাস্তা পর্যন্ত ড্রেন নির্মাণ করণ কাজ।

৭. পশ্চিম জামসিং সৌদিয়া মিনার মসজিদ হতে কাউন্সিলর জনাব মিনহাজ উদ্দিন মোলাহ বাড়ী পর্যন্ত সলিং রাস্তা উন্নয়ন করন কাজ।

৮. নয়াবাড়ী জনাব মোতালের মিয়ার দোকান হতে পূর্ব দিকে জনাৰ আবেদ এর বাড়ী পর্যন্ত সলিং রাস্তা উন্নয়ন করন কাজ।

৯. ভাটপাড়া মোল্লা নগর মসজিদ হতে জনাব সোহরার এর বাড়ী পর্যন্ত সলিং রাস্তা উন্নয়ন করন কাজ।

১০. ভাটপাড়া জনাব গিয়াসের বাড়ী হতে জনাব মরতুজার বাড়ী পর্যন্ত সলিং রাস্তা আয়ন করন কাজ।

১১. উত্তর পাড়া জনাব শংকর এর বাড়ী হতে জনাব পঁচা শাহা এর বাড়ী পর্যন্ত সিসি রাস্তা উন্নয়ন করুন ও প্ল্যাবসহ ড্রেন নির্মান করন কাজ।

১২. দক্ষিণ বক্তারপুর জনাব খন্ডকার মিলন সাহেব এর বাড়ী হতে জনাব জলি সাহেব এর বাড়ীর রোড পর্যন্ত সিসি রাস্তা উন্নয়ন করন ও স্ল্যাবসহ ড্রেন নির্মান করন কাজ।

১৩. সোবহানবাগ জনাব খোরশেদ কাউন্সিলর এর পুকুর পাড় হতে বাদশা বিস্কুট ফ্যাক্টরী পর্যন্ত সিসি রাস্তা উন্নয়ন করন ও প্ল্যাবসহ ড্রেন নির্মান করন কাজ।

১৪. দক্ষিণ পাড়া জনাব সুনীল বাবু এর বাড়ী হতে জনাবা চন্দনা এর বাড়ী হয়ে জনাব ডাঃ গকুল এর বাড়ী পর্যন্ত স্লাব ড্রেন নির্মান করন এবং সিসি রাস্তা উন্নয়ন করন কাজ।

১৫. সাভার বাজার জনাব ফুলচান এর দোকান হতে কাপড়পটি হয়ে চালপটি পর্যন্ত প্ল্যাবসহ ড্রেন নির্মান করন এবং সিসি রাস্তা উন্নয়ন করন কাজ।

১৬. দক্ষিণ পাড়া এ্যাডভোকেট জনাব মোঃ ইউসুফ এর বাড়ী হতে জনাব জি.এস. ধর এর বাড়ী হয়ে জানার দ্বীন ইসলাম এর বাড়ী পর্যন্ত প্রাব নির্মান করন এবং সিসি রাস্তা উন্নয়ন করন কাজ।

১৭. ঢাকা আরিচা রোডে সাবেক এমপি বাবু সাহেব এর বাড়ী হতে ব্যাংক কলোনী ছাপড়া মসজিদ (লিংক-হাবীব টাওয়ার) পর্যন্ত আরসিসি রাস্তা উন্নয়ন করন কাজ।

১৮. কর্ণপাড়া ফেদাদৌসী বাড়ী রোড হতে জনাব ইঞ্জিনিয়ার মজুমদার এর বাড়া পর্যন্ত সিসি রাস্তা উন্নয়ন করন কাজ।

২০. পার্বতীনগৰ জনার ছবি মাষ্টার এর বাড়ী হতে অন্যর নজরুল এর বাড়ী পর্য সিসি রাস্তা উন্নয়ন করন কাজ।

মেয়র হাজী মোহাম্মদ আব্দুল গনি উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন আদর্শ সৈনিক। আমাদের দেশরত্ন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদের দেশের জন্য উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। আমি হাজী মুহাম্মদ আব্দুল গনি জীবনের শেষ নিশ্বাস অবধি জনগণের সেবা করে যাব এটাই আমার উদ্দেশ্য।

(কেডি/এসপি/অক্টোবর ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test