E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামরাইয়ে ২১৮ মন্দিরে দুুর্গোৎবের প্রস্তুতি সম্পন্ন

২০২৩ অক্টোবর ১৮ ১৬:৪০:০৬
ধামরাইয়ে ২১৮ মন্দিরে দুুর্গোৎবের প্রস্তুতি সম্পন্ন

দীপক চন্দ্র পাল, ধামরাই : ধামরাইয়ে প্রতিমা শিল্পীরা এখন রং তুলির কাজে ব্যাস্ত সময় পার করছে। শিল্পীর রং তুলির আচরে ফুটিয়ে তুলছে জীবন্ত প্রানের স্পন্দন। জাগ্রত হয়ে উঠছে মন্দিরে আবাহন। প্রস্তুতি প্রায় সম্পন্ন। আর মাত্র দুদিন পর ২০ অক্টোবর মহা পঞ্চমীর মধ্য দিয়ে শুরু হবে হিন্দু সম্প্রদায়েরর অন্যতম প্রধান ধর্মীয় শারদীয়া উৎসব। ধর্মীয় রীতি মতে এবার দেবী দুুর্গা ঘোটাকে আগমন করবেন- ঘোটাকেই চলে যাবেন দেবী।

ঢাকার পাশে ও সন্নিকটে এবার ধামরাই উপজেলার একটি পৌর সভা ও ষোল টি ইউপির বিভিন্ন স্থানে ২ শতাধিক স্থায়ী ও অস্থায়ী মন্দিরে শারদীয়া উৎসবের আয়োজনে শিল্পী-পূজারীরা প্রতিমা গড়ার পর রং তুলি ও সাজ সজ্জার কাজে কাজে এখন মহা ব্যস্ত সময় কাটাচ্ছেন। দিন রাত পুজার সকল প্রস্তুতি সম্পন্ন করতে মহা ব্যমÍ শিল্পী কারিগররা।

শিল্পী নিখিল পাল বলেন তিনি এবার ৮ টি মূর্তি তৈরীর অর্ডার নিয়েছেন। তিনি বলেন বাঁশ খড় ও রশি দিয়ে অব কাঠামো তৈরীর পর মূর্তির জড়া তৈরী মাটির কাজ শেষে পর্যায় ক্রমে রং ত ও সাজ সজ্জার কাজ করছি। কায়েত পাড়ার মাধব মন্দিরের সামনে এই পুজাটি ধামরাইয়ে সব চেয়ে আর্কশনীয় হয়। সময় হাতে আছে সঠিক সময়েই রং তুলির ও সাজ সজ্জার কাজ শেষ করতে পারবো বলেন।

প্রতি বছরের মত জাঁক জমক পূন্য ভাবে এবারো পূজার আয়োজন করেছেন বলে জানান ধামরাই কায়েদ পাড়া মাধব মন্দির সংলগ্ল দূর্গা মন্দিরের সাধারন সম্পাদক প্রাণ গোপাল পাল। সার্বজনীন এই উৎসব সকলের সার্বিক সহযোগিতায় অনূষ্ঠিত হয়ে থাকে। এখন আমরা অপেক্ষায় আঠি মায়ের পূজো দিতে। করোনা কালে আমরা আশাহত হয়েছি। এবার আয়োজন বর্ধিত কলেবরে হচ্ছে বলেও জানান তিনি।

ধামরাইয়ের বিশ্বকর্মা পুজারীদের অন্যতম নেতা ও শিল্পী সুকান্ত বণিক বলেন।পুজাকে কেন্দ্র করে ঘরে ঘরে উৎসব আমেজ বিরাজ করছে।ঢাকার পাশেই ধামরাই একটি ঐতিহ্যবাহী অতি প্রাচীন জনপদ। এখানে প্রায়ই বিদেশী পর্যটকরা ভ্রমনে আসেন। অথচ এখানকার প্রধান সড়কটিই দিনে দিনে দখল হয়ে ক্ষিনকায় রূপ নিচ্ছে। রাস্তার উপর বসে হাঠ। তার উপর স্থায়ী দোকানের সামনে ফুটপাত ও রাস্তার উপর কাচামালের দোকান বসানো হয়েছে। এর পরেও আরেক ধাপে কাচা মালের দোকান বসে। ফলে প্রধান সড়কটিতে অতিরিক্ত অটো ইজিবাইক সহ বিভিন্ন যান বাহনের ভীড়ে পথ চারীদের চলাচলে দূর্ভোগ পোহাতে হচ্ছে। বিদেশী পর্যটকরাও এই ধামরাইয়ে পূজা সহ বিভিন্ন সময়ে বেড়াতে এসে ও ভীড় করেন। পুজার ক দিন বাইপাস সড়ক ব্যবহার করে ও রাস্তার যেথানে সেখানে দোকান গুলি সঠিক ব্যবস্থপনার মাধ্যমে প্রশস্ততা বজায় রাখার ব্যবস্থা করা দরকার।

ঢাকা জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারন সম্পাদক পুজারী নন্দ গোপাল সেন বলেন, ২০ অক্টোবর মহা পঞ্চমীর মধ্য দিয়ে শুরু হবে হিন্দু সম্প্রদায়েরর অন্যতম প্রধান ধর্মীয় শারদীয়া উৎসব।

ধামরাই উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অজিত চক্রবর্তী বলেন, এবার ধামরাইয়ে ২১৮ টি দূর্গা মন্দিরে শারদীয়া উৎসবে আয়োজন হচ্ছে। পৌর এলাকার বিভিন্ন মন্দিরে ৪৪ টি ও বাকি সব পূজা হচ্ছে ধামরাই উপজেলার ১৬ টি ইউপির বিভিন্ন এলাকায়। এবার পূজায় প্রধান মন্ত্রির প্রদান কৃত অনুদান থেকে নিরাপত্তার প্রয়োজনে প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ রয়েছে বলে জানান।

১৮ অক্টোবর ৫০০ কেজি চালের ডিউ লেটার প্রতিটি মন্দির কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে। এই প্রতিটি মন্দিরে প্রদানকৃক ডিউলেটার থেকে মূল্যবাবদ পাচ্ছে ১৮ হাজার টাকা। পুজারীরা প্রদান মন্ত্রি শেখ হাসিনার অনুদান পেয়ে খুশি সকলে। চালের মূল্য গত বারের চেয়ে দুই হাজার টাকা বেশী পেয়েছে পুজারীরা। তিনি আশা প্রকাশ করে বলেন, প্রতি বছরের মত আ্সন্ন শারদীয় উৎসবও শান্তিপূর্নভাবে সম্পন্ন হবে ।

ধামরাই থানার ওসি অপারেশ নির্মল দাশ বলেন প্রতি বছরের মত এবারো শারদীয়া দূর্গা পূজা উপলক্ষে প্রশাসনিক প্রয়োজনী সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হবে। ধামরাই উপজেলায় এবার ২ শতাধিক মন্দিরে পুজা হবে। প্রতি বারের মতো এবারো শান্তিপূর্ন ভাবে পূজা উৎসব সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন।

এব্যাপারে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হ্ইা জকী বলেন, হিন্দু সম্প্রদায়ে সব চেয়ে বড় উৎসব শারদীয়া দূর্গা পূজা। এই পূজা উপলক্ষে প্রশাসনিক প্রয়োজনী সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পূজায় সরকারী অনুদান ৫০০ কেজি করে চাল এসেছে। সকল পূজারীবৃন্দদের মাঝে বিলি করা হচ্ছে বলে জানান ।পুজা উপলক্ষ্যে হিন্দু পুজারী নের্তৃবৃন্দদের সাথে মত বিনিময় হয়েছে। শান্তিপূর্ণভাবে পূজা শেষ হবে সে দিকে আমাদের নজরদারী ও সহযোগিতা থাকবে।

(ডিসিপি/এসপি/অক্টোবর ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test