E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়লেখায় ১৫ মামলার ওয়ারেন্টভুক্ত দম্পতি গ্রেফতার 

২০২৩ অক্টোবর ১৮ ১৯:০৮:০৮
বড়লেখায় ১৫ মামলার ওয়ারেন্টভুক্ত দম্পতি গ্রেফতার 

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে ১২ মামলায় সাজাসহ ১৫ মামলার ওয়ারেন্টভুক্ত এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। 

বুধবার (১৮ অক্টোবর) সকালে বড়লেখা থানার এএসআই আবু তালেব এর নেতৃত্বে পুলিশের একটি দল সিলেট শহরের শাহপরান থানার মেজরটিলা নূরপুর এলাকায় অভিযান চালিয়ে এই দম্পতিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন, বড়লেখা উপজেলার পশ্চিম হাতলিয়া গ্রামের রোস্তম আলীর ছেলে আব্দুল হাকিম ও তার স্ত্রী আসমা বেগম।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়ারদৌস হাসান জানান, "গ্রেফতারকৃত দম্পতির বিরুদ্ধে মোট ১৫টি গ্রেফতারী পরোয়ানা থানায় মুলতবি ছিল। এর মধ্যে ১২টি মামলায় সাজা পরোয়ানা এবং ৩ টি মামলায় সাধারণ গ্রেফতারী পরোয়ানা ইস্যু ছিল।"

গ্রেফতারকৃত আব্দুল হাকিম ১৮৮১ সালের এনআই অ্যাক্ট আইনের ১০টি মামলায় ৩ মাস থেকে ১ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে মোট ৭ বছর ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ কোটি ২৭ লাখ ২১ হাজার টাকা অর্থদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি। অন্যদিকে তার স্ত্রী আসমা বেগম ২ মামলায় ৬ মাস করে মোট ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৮ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড নিয়ে পলাতক ছিলেন।

(একে/এসপি/অক্টোবর ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test