E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মহম্মদপুরে কৃষকদের মধ্যে বিনামূল্য বীজ ও সার বিতরণ

২০২৩ অক্টোবর ২০ ২৩:২২:৩৬
মহম্মদপুরে কৃষকদের মধ্যে বিনামূল্য বীজ ও সার বিতরণ

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সারবিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে  উপজেলা কৃষি অফিসের সামনে  বীজ এবং সার বিতরণ সম্পন্ন হয়।

উপজেলার ৯ হাজার ৯শত ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ২০২৩-২৪ অর্থ বছরের আওতায় মৌসুমী সরিষা ৬৮০০ জন, মুসুর ৭০০ জন, ভুট্টা ১৪৪০ জন, গম ৬০০ জন, গ্রীষ্মকালীন পেয়াজ ১৫০ জন, শীতকালীন পেয়াজ ২৫০ জন ও মুগ ডালের বীজ ৪০ জন কৃষকের মধ্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম এর সঞ্চালনায় ও মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড.শ্রী বীরেন শিকদার ।

বিশেষ অতিথি অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুস সোবহান।

এসময় উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা আকবর হোসেন, মাহাবুব রহমান, এমলাচুর রহমান, খাঁন হাসিবুল হাসান, রমজান হোসেন, উমর খাঁন, নকিবুর রহমান প্রমুখ।

(বিএসআর/এএস/অক্টোবর ২০, ২০২৩)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test