E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিখোঁজ দুই ভাইয়ের খোঁজ মিলছেনা দেড় মাসেও

২০২৩ অক্টোবর ২১ ১৬:০৫:২৯
নিখোঁজ দুই ভাইয়ের খোঁজ মিলছেনা দেড় মাসেও

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : রহস্যজনক ভাবে নিখোঁজ হবার মাসাধিক পরেও সহোদর দুই মাদ্রাসা শিক্ষার্থীর এখনো কোন খোঁজ মিলছেনা। এ নিয়ে তাদের পরিবার, অভিবাবক মহলে উদ্বেগ উৎকন্ঠার পাশাপাশি সংশ্লিষ্ট মহলে নেপথ্য রহস্য নিয়েও কৌতুহল ঘণীভুত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উলুয়াইল গ্রামের সৌদি প্রবাসী নাজমুল চৌধুরীর কনিষ্ট ছেলে শরিফুল ইসলাম চৌধুরী মাহী (১২) গত ৮ সেপ্টেম্বর তারিখে জুমার নামাজ আদায়ের জন্য গ্রামের মসজিদে যায়। কিন্তু নামাজ শেষে আর বাড়িতে না আসায় তাঁর মা আফতারুণ বেগম তাঁকে খোঁজাখুজি শুরু করেন। এক পর্যায়ে মাহী’র বড় ভাই আরিফুল ইসলাম চৌধুরী রাহী’র সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তাঁরও কোন খোঁজ মিলছিলনা। নিখোঁজ মাহী কামালপুর ইউনিয়নের বাড়ন্তী মাদ্রাসার ছাত্র।

অন্যদিকে তাঁর বড় ভাই রাহী (১৪) আখাইলকুড়া ইউনিয়নের শাহদরং মাদ্রাসার ছাত্র। মাহী তাঁর মায়ের নিকট থাকতো এবং রাহী লজিংয়ে থেকে মাদ্রাসায় যেতো। একই দিনে দু’ভাই নিখোঁজ হওয়াতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নানা মহলে। নিখোঁজদের মাতা আফতারুন বেগম এখন স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে অবস্থান করছেন।

তিনি জানান, বিরোধের কারণে স্বজন ও প্রতিবেশীরা তাদের পরিবারকে একঘরে করে রেখেছিলো বেশ আগে থেকে। মাহী ও রাহী নিখোঁজ হবার পর তাদের ফুফাতো ভাই মুবেদুর রহমান মৌলভীবাজার সদর মডেল থানায় একটি জিডি করেছেন। অন্যদিকে ছেলেদেরকে উদ্ধারের জন্য আফতারুন বেগম পুলিশ সুপারের নিকট পৃথকভাবে একটি আবেদনও করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। তবে এ দুই শিশুকে নিয়ে তাদের মা আধাউন্মাদ অবস্থায় রয়েছেন। তাদের সন্ধান পেলে নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন তাদের পরিবার।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান, থানায় সাধারণ ডায়েরী করার পর (জিডি) তারা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছেন।

(একে/এসপি/অক্টোবর ২১, ২০২৩)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test