E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁ সীমান্ত থেকে ১ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

২০১৪ নভেম্বর ০৫ ১৫:৩২:৪৩
নওগাঁ সীমান্ত থেকে ১ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পোরশা সীমান্তে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ভারতের অভ্যন্তরে শীতলগাছি এলাকায় মাছ ধরার সময় বিএসএফ সদস্যরা বাংলাদেশী ওমর আলী(৪০) নামে ১ ব্যক্তিকে ধরে নিয়ে গেছে। তাকে ধরে নিয়ে গিয়ে সেখানকার স্থানীয় থানায় সোপর্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী হরিসচন্দ্রপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা।

বুধবার সকাল ১০টায় বিজিবি-বিএসএফ অনুষ্ঠিত পতাকা বৈঠকে ঠিক এমনই তথ্য দিয়েছে বিএসএফ। আটক ওমর আলী পোরশা উপজেলার নিতপুর দিয়াড়াপাড়া গ্রামের নিয়াজ উদ্দিনের পুত্র। এ ব্যাপারে বিজিবি ১৪ ব্যাটালিয়নের নিতপুর ক্যাম্পের নায়েক সুবেদার হারুর অর রশিদ জানান, ঘটনার খবর পেয়ে ওমরকে ফেরৎ চেয়ে বিএসএফকে মঙ্গলবার সন্ধ্যায় চিঠি দেয়া হয়।

সে মোতাবেক বুধবার সকাল ১০টা থেকে ১০টা ২০ মিনিট পর্যন্ত সীমান্তের ২৩০ নং মেইন পিলারের কাছে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলে বিএসএফ ওমরকে সেখানকার থানায় সোপর্দ করেছে বলে জানায়। পতাকা বৈঠকে বাংলাদেশ পক্ষে ১৪বিজিবি নিতপুর ক্যাম্পের নায়েক সুবেদার হারুর অর রশিদ ও ভারতের পক্ষে হরিশচন্দ্রপুর ক্যাম্পের কমান্ডার পিপি রায় নেতৃত্ব দেন।

(বিএম/এএস/নভেম্বর ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test