E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাঁদপুরে বিএনপির ডাকা নিরুত্তাপ হরতাল, রাজপথ ছিলো আওয়ামী লীগের দখলে

২০২৩ অক্টোবর ২৯ ১৯:৩৩:৪০
চাঁদপুরে বিএনপির ডাকা নিরুত্তাপ হরতাল, রাজপথ ছিলো আওয়ামী লীগের দখলে

চাঁদপুর প্রতিনিধি : বিএনপির ও সমমনা রাজনৈতিক দলগুলোর সমর্থনে ডাকা রবিবারের সকাল সন্ধ্যা হরতালে জেলার মুলকেন্দ্র  চাঁদপুর শহর ছিলো নিরুত্তাপ হরতাল। অপরদিকে সকাল ৭টা থেকে রাজপথ পুরোপুরি দখলে নিয়ে নেয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠন। এদিকে হরতালকে কেন্দ্র করে বিএনপি নেতা-কর্মীদের ২/১টি স্থানে কোনো রকম উপস্থিতি দেখা গেলেও সেই উপস্থিতি ছিলো সামান্য অল্প কয়েক মিনিটের জন্যে। ফলে স্বল্প সময়ে অবস্থানের পর আর তাদের দেখা যায়নি।

এছাড়া বিএনপির দলীয় কার্যালয় সকাল থেকেই ছিলো তালাবদ্ধ। এ সময় কার্যালয়ের সামনে ছিলো না নেতা-কর্মীদের উপস্থিতি। সকাল থেকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের নেতৃত্বে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অন্যদিকে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির নতুনবাজার কদমতলাস্থ বাসভবনের সামনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি ও জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজির নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাএলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অবস্থান করতে দেখা গেছে।
শুধু তাই নয়, শহরে সংগঠনগুলো আলাদা আলাদা হরতাল বিরোধী মিছিল করে। ভোড় থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। এ সময় সরকারের পক্ষে বিভিন্ন স্লোগানে মিছিলে মিছিলে মুখরিত ছিলো তাদের অবস্থান।

এদিকে সকাল থেকেই যানবাহন চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে অনান্য দিনের মতো যানচলাচল স্বাভাবিক হয়ে যায়। ট্রেন ও লঞ্চ চলাচল ছিলো স্বাভাবিক। দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান, সকল মার্কেট ছিলো ও বিপণী বিতানগুলো খোলা ছিলো।

এদিকে শহরে জেলা আওয়ামী লীগ, সদর থানা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ ও জেলা ছাত্রলীগ পৃথক পৃথক মিছিল করেছে।

অন্যদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্ল্যাহ সেলিমের নেতৃত্বে অল্প সংখ্যক নেতা-কর্মী নিয়ে শহরের হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে কিছুক্ষণ অবস্থান করতে দেখা গেলেও পরে তাদের আর খুঁজে পাওয়া যায়নি।

সকাল থেকেই শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। দুু-একটি পয়েন্টে বিএনপির নেতা-কর্মীরা টায়ার জ্বালালে পুলিশ তা অপসারণ করে ছত্রভঙ্গ করে দেয়।

এ ব্যাপারে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় জানান, ভোর থেকেই পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে। আমরা কোন ধরণের সন্ত্রাসী কার্যক্রম হতে দিবো না। যে ২/১টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সে বিষয় ব্যবস্থা নেওয়া হবে।

(ইউএইচ/এএস/অক্টোবর ২৯, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test