E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজশাহীতে পুলিশের ওপর ককটেল বিস্ফোরণ

২০১৪ নভেম্বর ০৬ ১০:৫২:৩৭
রাজশাহীতে পুলিশের ওপর ককটেল বিস্ফোরণ

রাজশাহী প্রতিনিধি : টানা ৪৮ ঘণ্টা হরতালের শেষ দিন বৃহস্পতিবার সকালে  রাজশাহী নগরীর হেতেমখাঁ এলাকায় পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে জামায়াত-শিবির। এ সময় কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

রাজশাহী বোয়ালিয়া মডেল থানার সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, সকাল ৭টার দিকে নগরীর মনিচত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবির। এ সময় পুলিশকে লক্ষ্য করে শিবিরকর্মীরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে কেউ হতাহত হয়নি।

এ ছাড়া সকাল সাড়ে ৬টার দিকে নগরীর ভদ্রা স্মৃতি অম্লান এলাকায় রাস্তায় পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে অবরোধ করে জামায়ত-শিবির।

এদিকে সকালে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে। স্বাভাবিক রয়েছে লোকাল ট্রেন চলাচলও। তবে, দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী জানান, হরতালে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে।

(ওএস/এইচআর/নভেম্বর ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test