E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে জামায়াত-শিবিরের ৪১ নেতাকর্মী আটক

২০১৪ নভেম্বর ০৬ ১৩:১০:৪০
গাজীপুরে জামায়াত-শিবিরের ৪১ নেতাকর্মী আটক

গাজীপুর প্রতিনিধি : জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টার হরতালে নাশকতার অভিযোগে গাজীপুরে ৪১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার ভোগড়ায় কাভার্ডভ্যান ও প্রাইভেটকারে অগ্নিসংযোগ এবং জয়দেবপুর বাসস্ট্যান্ডে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে নাশকতা সৃষ্টির অভিযোগে রাতে তাদের আটক করা হয়।

এদিকে, হরতালের শেষদিন বৃহস্পতিবার গাজীপুরে নিরুত্তাপে পালিত হচ্ছে।

হরতালে প্রতিদিনের মতো ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার বাস না চললেও মিনিবাস, রিকশা ও অটোরিকশাসহ অন্য হালকা যানবাহন চলাচল করছে।

তবে হরতালের সমর্থনে জামায়াত-শিবির কর্মীদের তৎপরতার খবর পাওয়া যায়নি।

জয়দেবপুর থানার ওসি রেজাউল হাসান জানান, নিরাপত্তা রক্ষায় মহাসড়কে র‌্যাব ও পুলিশের টহলের পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। জয়দেবপুর রেলওয়ে জংশন দিয়ে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করছে। দোকানপাট, বিপণিবিতান ও তৈরি পোশাক কারখানা খোলা রয়েছে।

(ওএস/এইচআর/নভেম্বর ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test