E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মহাম্মদপুরে বিহারী লাল শিকদার নৌকা বাইচ  প্রতিযোগিতা মধুমতি নদীর দুই তীরে মেলা

২০২৩ নভেম্বর ০৪ ২৩:৫৫:৩৮
মহাম্মদপুরে বিহারী লাল শিকদার নৌকা বাইচ  প্রতিযোগিতা মধুমতি নদীর দুই তীরে মেলা

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে ঐতিহ্যবাহী বিহারী লাল শিকদার নৌকা বাইচ প্রতিযোগিতায় মধুমতি নদীর দুই তীরে মেলা বসেছে। মেলা শুরুর কয়েক দিন আগে থেকে বিভিন্ন পণ্যের দোকান বসে মেলা এলাকায়।উপজেলা  ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় মহম্মদপুরে শেখ হাসিনা সেতু সংলগ্ন জাঙ্গালিয়া ও চর-জাঙ্গালিয়া মধুমতি নদীর দুপাশে প্রতি বছরের ন্যায় এবার ১০-ম বিহারী লাল শিকদার নৌকা বাইচ ও মেলা অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, উপজেলার গোপালনগর বালুরচর থেকে মহম্মদপুর থানা ঘাট সীমানা পর্যন্ত মধুমতি নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার দুপুর থেকে দর্শকদের উপস্থিতি দেখা যায় এবং৷ নদীর দু তীরে দাঁড়িয়ে নৌকা বাইচ উপভোগ করেন অনেক নারী পুরুষ সহ নানা শ্রেণী পেশার মানুষ। এ উপলক্ষে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার।

শনিবার দুপুরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে এ নৌকা বাইচ প্রতিযোগিতার ও আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। এসময় অতিথিদের মধ্যে থেকে উপস্থিত ছিলেন মাগুরা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা পিপিএম (বার). উপজেলা পরিষদের চেয়ারম্যান ড.আবু আব্দুল্লাহেল কাফী, উপজেলা সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল সিদ্দিকী লিটন,থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মিলন, উপজেলা পরিষদের মহিলা ভাইস মোছাঃ বেবী নাজনীন সহ প্রশাসন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক, সামাজিক, নানা শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গ্রাম বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা। দোকানপাট ও হরেক রকম পণ্যের পসরা বসেছিল। বিহারী লাল শিকদার নৌকা বাইচ মেলা উপলক্ষে সাজানো হয়েছিল অসংখ্য তরুণও ফেস্টুন দিয়ে। এ আকর্ষণীয় নৌকা বাইচ মেলা দেখতে গোপালগঞ্জ, নড়াইল, রাজবাড়ী, ফরিদপুর, মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গাসহ দূর দুরান্ত থেকে ছুটে আসা মানুষ নদীর দুপাড়ে দাঁড়িয়ে নৌকা বাইচ উপভোগ করতে দেখা যায়। নৌকার দাঁড়িয়াদের দাঁড় নিক্ষেপ ও কাঁসার ঘন্টার টং টং টং শব্দ নৌকা বাইচ দেখতে এক অন্যরকম আনন্দময় পরিবেশে সৃষ্টি হয়। নারীদের নৌকায় সারি গান দর্শকদের আনন্দ দিয়েছে। এছাড়া মেলায় বিনোদনের জন্য চরকি, ট্রেন,নাগরদোলা, নৌকা মেলা স্থলে স্থান পেয়েছে। গ্রামীণ জনপদের উৎসুক মানুষ নৌকা বাইচ দেখতে মেলায় আনন্দ উল্লাস করেন। বিভিন্ন খেলনা স্টল,মিষ্টি সামগ্রী, দোকান বসে,মেলায় স্থানে।

দু-গ্রুপে মোট ২৪টি নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যার মধ্যে কালায় গ্রুপে-১৩ টি ও সাজের ১১টি। নৌকা বাইচ য়ে প্রথম হয়েছেন গোপালগঞ্জের -কাশিয়ানীর রেজাউল শেখ, দ্বিতীয় হয়েছেন মোকসেদপুরের-দিলীপ তৃতীয় হয়েছেন মাদারীপুরের অমল সরকার। বিজয়ীদেরকে পুরস্কার পুরস্কার প্রদান করা হয়েছে।

(বিএসআর/এএস/নভেম্বর ০৪, ২০২৩)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test