E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাজিরায় মতবিনিময় সভা, নৌকার মাঝিরূপে অপুকেই চান জনপ্রতিনিধিরা

২০২৩ নভেম্বর ০৯ ১২:১৭:১৬
জাজিরায় মতবিনিময় সভা, নৌকার মাঝিরূপে অপুকেই চান জনপ্রতিনিধিরা

কাজী নজরুল ইসলাম, শরীয়তপুর : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসনে বর্তমান সাংসদ ইকবাল হোসেন অপু যেন পূনরায় নৌকা প্রতীকের মনোনয়ন লাভ করতে পারেন এমন প্রত্যাশাই করেছেন জাজিরা উপজেলার প্রায় সকল জনপ্রতিনিধি ও দলীয় নেতা-কর্মীরা। ৮ নভেম্বর বৃহস্পতিবার রাতে জাজিরা উপজেলা সদরে অবস্থিত জেলা পরিষদ ডাকবাংলো ভবনে উপজলেলার প্রায় সকল জনপ্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাজিরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম নুরুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।

জাজিরা পৌরসভার মেয়র ইদ্রিস মাদবর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল জব্বার আকন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা পারভীন আক্তার এবং জাজিরা উপজেলার ১২ টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউপি'র যে সকল চেয়ারম্যনবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তারা হলেন জয়নগর ইউপি'র চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম মিন্টু, গোপালপুর ইউপি'র চেয়ারম্যান মাহবুবুর রহমান লিটু সরদার, সেনেরচর ইউপি'র বর্তমান চেয়ারম্যান জালাল উদ্দিন জমাদ্দার সাবেক চেয়ারম্যান ইসমাইল মোল্যা, বি,কে নগর ইউপি চেয়ারম্যান এসকান্দার আলী ভূইয়া, পশ্চিম নাওডুবা ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন ঢালী, পূর্বনাওডুবা ইউপি'র বর্তমান চেয়ারম্যান আলতাফ হোসেন খান সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খবির উদ্দিন ফরাজী, পালেরচর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ফরাজী, কুন্ডেরচর ইউপি চেয়ারম্যান আকতার হোসেন বেপারী, বিলাশপুর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বেপারী, জাজিরা ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান হাওলাদার ও মূলনা ইউপি'র বর্তমান চেয়ারম্যান আব্দুল জলিল মাদবর সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল আমিন হাওলাদার। এ ছারাও অর্ধশতাধিক ইউপি সদস্য এবং ১০ জন পৌর কাউন্সিলর মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

এছারাও শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ ইদ্রিস ফরাজী, জাজিরা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জাজিরা পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক আব্দুল হক কবিরাজ, সহ-সভাপতি মাস্টার ইব্রাহিম মিয়া, সহ-সভাপতি মোসলেম মাদবর, সহ- সভাপতি আলী আশ্রাব মাল, সহ-সভাপতি শিল্পপতি সিরাজুল ইসলাম ফকির, সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ইলিয়াস উজ্জামান, নুরজাহান আক্তার সবুজ, উপ-কমিটির সাবেক সদস্য ইমরুল পারভেজ শিমুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইমুন ইসলাম বাবুল আকন, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আক্কাস, যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাল, সাংগঠনিক সম্পাদক নাহিদুর রহমান নান্নু, সদস্য বীর মুক্তিযোদ্ধা মিয়া আব্দুল মালেক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুস সালাম খান, তথ্য ও গবেষণা সম্পাদক সুজন ঢালী, অর্থ বিষয়ক সম্পাদক ইসমাইল খান, সদস্য মোঃ বাদশা ফকির, সদস্য মোঃ তোতা মোল্যা, সদস্য আব্দুর রাজ্জাক মাঝি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সদস্য মাস্টার এনামুল হক চৌকিদার, সদস্য দুলাল চৌকিদার, জেলা যুবলীগ সদস্য জাহাঙ্গীর চৌকিদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল ঢালী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম মাদবর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মহব্বত খান, সাধারণ সম্পাদক এমদাদ মাদবর, উপজেলা কৃষকলীগ সভাতি মতিউর রহমান মাদবর, সাধারণ সম্পাদক গোলাম হোসেন মাদবর, যুবলীগ নেতা নাগিব মোল্যা, হাবিব খালাসী, বিদ্যুৎ চৌকিদার এবং জাজিরা উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল বেপারী, সাধারণ সম্পাদক হৃদয় মাদবর। এছারাও সংগঠনের বিভিন্ন ইউনিটের কয়েক শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় অংশগ্রহনকারী সকল জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দের সকলের একটাই দাবী ইকবাল হোসেন অপুকে পূনরায় দলীয় মনোনয় দেয়া হোক। অন্যথায় যিনি নৌকার মাঝি হয়ে আসবেন দলীয় স্বার্থে তার পক্ষ্যেই সকলে মিলে কাজ করার মতৈক্য পেশ করেছেন।

(কেএনআই/এএস/নভেম্বর ০৯, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test