E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরগুনায় বড় ভাইয়ের হত্যার বিচার চাইলেন ছোট ভাই 

২০২৩ নভেম্বর ০৯ ১৮:৪০:২৯
বরগুনায় বড় ভাইয়ের হত্যার বিচার চাইলেন ছোট ভাই 

বরগুনা জেলা প্রতিনিধি : বরগুনার বামনা উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামাল পঞ্চায়েতের হত্যার বিচার চাইলেন আপন ছোট ভাই দুলাল পঞ্চায়েত। এঘটনায ছোট ভাই দুলাল পঞ্চায়েত আজ বৃহস্পতিবার বেলা বারোটার দিকে বরগুনা রিপোর্টার্স ক্লাবের মিলনায়তনে একটি সংবাদ সম্মেলন করেন। 

এসময়ে তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত ১০ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় তার বড় ভাই কামাল পঞ্চায়েতকে নির্মমভাবে হত্যা করা হয়। এ বিষয় বামনা কোর্টে একটি হত্যা মামলা দায়ের করেন ছোট ভাই দুলাল পঞ্চায়েত।

তিনি আরো বলেন, দীর্ঘদিন আমাদের জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের একই বাড়ির আবু সালেহ, ফয়সাল ও ছালাম এদের সাথে বাড়ীর জমি সহ ফসলী জমি নিয়ে আমাদের সাথে রিরোধ চলে আসছে। এছাড়া কালাম গং সহ একই এলাকার আরো কিছু লোকের সাথেও আমাদের জমি জমা নিয়ে দীর্ঘদিন মামলা চলছে। আমার ভাইয়ের হত্যায় এরাই জড়িত রয়েছে বলে আমার বিশ্বাস। আমি ও আমার ভাই কামাল দীর্ঘদিন ওদের ভয়ে বাড়িতে আসতে পারিনি। আমাদরকে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখাতো এবং আমাদেরকে মেরে ফেলবে বলে একাধিকবার হুমকি দিয়ে আসছে। গত ১৯৯১ সালে এই জমি সংক্রান্ত বিষয়ে আমার বাবাকেও নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। আমার দৃঢ় বিশ্বাস সেই উত্তরসূরীরাই আমার ভাইকে নির্মমভাবে হত্যা করেছে। আমার ভাইয়ের হত্যা মামলাটিকে অন্যদিকে প্রভাবিত করার জন্য একটি কুচক্র মহল নানাভাবে ষড়যন্ত্র করছে। আমি ও আমাদের পরিবারের সকলে এখন জীবন নিরাপত্তহীনতায় ভূগছি। উক্ত অভিযুক্তরা প্রতিনিয়ত আমি সহ আমার পরিবারকে জীবন নাশের হুমকি দিচ্ছে। আমি জানি সাংবাদিকদের লিখনির মাধ্যমে সব কিছুই উদঘাটন হয়। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও বরগুনা জেলা প্রশাসনের কাছে আমার ভাই যুবলীগ নেতা
কামাল পঞ্চায়েতের রহস্যজনক হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক বিচারের দাবী করছি।

এসময়ে উপস্থিত ছিলেন নিহত কামাল পঞ্চায়েতের স্ত্রী ওমর জান খাতুন রিমা, তার দুই পুত্র সন্তান রাফি ও রমিম, বাংলাদেশ রিপোটার্স ক্লাবের বরগুনা জেলা কমিটির সভাপতি তরিকুল ইসলাম রতন, সিনি সহ সভাপতি শহিদুল ইসলাম রিপন, সাধারন সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক সবুজসহ জেলার অন্যান্য সাংবাদিকগন।

(এএস/এসপি/নভেম্বর ০৯, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test