E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে কোনো প্রভাব পড়েনি নারায়ণগঞ্জে

২০২৩ নভেম্বর ১২ ১৪:৫৪:৩১
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে কোনো প্রভাব পড়েনি নারায়ণগঞ্জে

মোঃ শান্ত, স্টাফ রিপোর্টার : বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফার দেশ ব্যাপী ৪৮ ঘন্টার অবরোধ চলছে। কিন্তু এই অবৈধ অবরোধের প্রভাব পরেনি নারায়ণগঞ্জ জেলাতে। এই অবরোধের মধ্যেও জীবীকার চাহিদা পূরণ করতে কর্মস্থলে ফিরতে দেখা গেছে সাধারণ জনগণদের। অবৈধ এ অবরোধ মানছেন না কেউই।

রবিবার (১২ নভেম্বর) সকাল থেকেই প্রশাসনের তৎপরতা দেখে গিয়েছে। শহরের বিভিন্ন পয়েন্ট প্রশাসন কঠোর অবস্থান গ্রহন করেছে। এছাড়া আওয়ামী লীগ সহ অনান্য অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরও রাজপথে অবস্থান করতে দেখা গেছে এই অবৈধ অবরোধের বিরুদ্ধে।

দেখা যায়, মহাসড়কে দূরপাল্লার পরিবহন তুলনামুলক কম থাকলেও যাত্রী ও লোকাল পরিবহন গুলো চলাচল করছে নির্বিঘ্নে। শহরের মধ্যে যানযটও দেখা গেছে।

সাইনবোর্ডে দূরপাল্লার পরিবহন কাউন্টারের লোকজন জানান, অবরোধের কারনে যাত্রী সংখ্যা একেবারেই নাই বললেই চলে। তারা আরো জানান এখন পযর্ন্ত দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায় নি।

বাস চালকদের সঙ্গে কথা বললে তারা গণমাধ্যমকর্মীকে জানান, অবরোধ কি আর পেটের খিদা মানে! খুব ভয় নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। কখন যে কি হয়ে যায় তা নিয়ে চিন্তায় আছি।অবরোধের কারনে যাত্রী সংখ্যাও নেই।

সাধারণ যাত্রীদের সাথে কথা বললে তারা বলেন, আমরা এখন স্বাধীনতা দেশে থেকেও পরাধীনের মতো বসবাস করছি। জনগণের কোনো মূল্য নেই। আমরা জ্বালাও-পাড়াও অস্থিতিশীল দেশ চাই না। চাইনা কোনো অবরোধ। সাধারণ মানুষকে জিম্মি করে কিসের অবরোধ। দেশের জনগণ এখন সচেতন তাই সবাই সবার কর্মস্থলে প্রবেশ করছে।

উল্লেখ, গতকাল মধ্য রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড়া এলাকায় লাব্বাইক ট্রান্সপোর্ট লিমিটেডের পার্কিং করা একটি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।সকাল থেকে এখন পযর্ন্ত কোনো নাশকতার খবর পাওয়া যায়নি।

(এমএস/এএস/নভেম্বর ১২, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test