E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পরকীয়া প্রেমিক ও স্ত্রী মিলে স্বামীকে হত্যার চেষ্টা

২০২৩ নভেম্বর ১৩ ১৮:৪০:১৪
পরকীয়া প্রেমিক ও স্ত্রী মিলে স্বামীকে হত্যার চেষ্টা

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : পরকীয়া প্রেমিক ও স্ত্রী মিলে স্বামীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা চালায়। এসময় ভূক্তভোগী স্বামী সোহাগ মিয়ার চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন রুমের দরজা ভেঙে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে আহত স্বামীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায় এবং অভিযুক্ত স্ত্রী পারভীন বেগম (৩০) ও পরকীয়া প্রেমিক আলামিন মিয়া (২২) কে থানায় নিয়ে যায়। ভৈরব পৌর শহরের কমলপুর গ্রামে আজ ১৩ নভেম্বর সোমবার দুপুর সোয়া দুইটার দিকে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত স্ত্রী পারভীন বেগম ব্রাহ্মণবাড়িয়া চিলোক‚ট গ্রামের মুন্সি বাড়ির ইদন মুন্সির মেয়ে এবং অভিযুক্ত পরকীয়া প্রেমিক আলামিন মিয়া ভৈরব পৌর এলাকার গাছতলাঘাটের মকবুল মিয়ার ছেলে।

ভুক্তভোগী স্বামী সোহাগ মিয়া (৪৫) পাদুকা কারখানার শ্রমিক। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বড়াইল গ্রামে। সে পরিবার নিয়ে ভৈরব শহরের কমলপুর উলাকিয়া হাটির লাল মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করতো। তার একটি মেয়ে ও একটি পুত্র সন্তান রয়েছে। মেয়েটি কমলপুর মোজাফফর বেপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে স্বামী সোহাগ মিয়ার ভাড়া বাসায় পরকীয়া প্রেমিক ও স্ত্রী মিলে স্বামী সোহাগ মিয়াকে মারধোর করে এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে। এসময় সোহাগ মিয়ার চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন গিয়ে জানালার ফাঁক দিয়ে দেখেন দরজা বন্ধ করে স্বামী সোহাগ মিয়াকে তার স্ত্রী ও পরকীয়া প্রেমিক মিলে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার চেষ্টা করলে তারা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে অভিযুক্তদের আটক করে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাদের দুজনকে আটক করে থানায় নিয়ে যায় এবং আহত স্বামী সোহাগ মিয়াকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

কর্তব্যরত চিকিৎসক জানান, রোগীর অবস্থা খুবই খারাপ। সাথে কোন লোকজন নেই। তাকে ইনজেকশন ও স্যালাইন দিয়েছি। পুলিশ বা স্বজনদের কাউকে পায়নি। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠাতে হবে বলে জানান তিনি।

ভৈরব থানার এসআই শহিদুর রহমান জানান, এঘটনার সংবাদ পেয়ে আহত স্বামী সোহাগ মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায় এবং ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্ত্রী পারভীন বেগম ও পরকীয়া প্রেমিক আলামিন মিয়াকে আটক করে থানায় নিয়ে আসি। নতুন ওসি স্যার আজ যোগদান করেছে। রাতে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এসএস/এএস/নভেম্বর ১৩, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test