E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

তফসিল ঘোষণায় সুবর্ণচরে আনন্দ মিছিল

২০২৩ নভেম্বর ১৭ ১৪:৩৭:০০
তফসিল ঘোষণায় সুবর্ণচরে আনন্দ মিছিল

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নোয়াখালী ৪ সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর নির্দেশে সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতৃত্বে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গতকাল বৃহস্পতিবার রাত ৮ টায় হারিছ চৌধুরী বাজারে আনন্দ মিছিল বের করে চরজুবলী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠন।

বিশাল আনন্দ মিছিল শেষে বক্তব্য রাখেন, চরজুবিলীর চেয়ারম্যান সাইফুল্ল্যাহ খসরু, সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আব্দুল্যাহ আল মামুন জাবেদ, চরজুবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন চৌধুরী, আওয়ামী লীগ নেতা নুর হোসেন পন্ডিত, বাবু্ল হোসেন রাজু চৌধুরী, আব্দুল হক চৌধুরী প্রমুখ।

মিছিলটি চরজুবলী ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক ও হারিছ চৌধুরীর বাজারের সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে সংক্ষিত আলোচনার মাধ্যমে শেষ হয়।

বক্তারা বলেন, যারা মানুষের জান মালের ক্ষতি করবে তাদের ছাড় দেয়া হবেনা, আগুন সন্ত্রাস করে কেউ পার পাবেনা, নোয়াখালী ৪ (সদর-সুবর্ণচর) আসনে পূনরায় একরামুল করিম চৌধুরীকে মনোনয়ন দেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান সেই সাথে বিএনপিকে ভোটে অংশগ্রহণ করার দাবী জানান।

(এস/এসপি/নভেম্বর ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

১৬ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test