E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ঈশ্বরদীতে জামায়াত-বিএনপি’র ১৬ নেতা-কর্মী গ্রেফতার

২০২৩ নভেম্বর ১৭ ২৩:২০:৩০
ঈশ্বরদীতে জামায়াত-বিএনপি’র ১৬ নেতা-কর্মী গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ,জামায়াতে ইসলাম ও ছাত্রশিবিরের নেতা-কর্মীসহ ১৬ জনকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- পাকশী ইউনিয়ন উলামা পরিষদের সভাপতি ও ইউনিয়ন জামায়াতের সাবেক আমির হাফেজ মাওলানা ইলিয়াস হোসেন (৪৮), সলিমপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মহির মন্ডল (৪৮), পাকশী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ওরফে কালাম মোল্লা (৪৬), পাকশী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী আহাদুল ইসলাম ওরফে আহাদ মোল্লা (২৬), সলিমপুর ইউনিয়ন যুবদলের সদস্য মোস্তাফিজুর রহমান সুমন (৩৪), পাকশী ইউনিয়ন ছাত্রদলের কর্মী নীরব ইসলাম (২৩), সাহাপুর ইউনিয়ন যুবদলের কাজী শামীমুর রহমান বাপ্পি (৩৪), মুলাডুলি ইউনিয়ন ছত্রিদলের আল আমিন (২৫), মুলাডুলি ইউনিয়ন ছাত্রদলের ইউনুস (২৭), সলিমপুর ইউনিয়নের জামায়াতের আমির সিদ্দিকুর রহমান (৪৫), দাশুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক আসাদুল ইসলাম বাবু (৫২), উপজেলা তারুণ্যের দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি (১৯), সলিমপুর ইউপি’র ৬নং ওয়ার্ড বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক হযরত আলী (৩৮), নতুন রূপপুরের বিএনপি’র সবুজ প্রাং ( ৩৬), ফতেহমোহাম্মদপুর এলাকার পৌর বিএনপির নাদিম হোসেন (৩৫) ও ফতেহমোহাম্মদপুর এলাকার ঈশ্বরদী পৌর যুবদলের আবুদর রহিম (২১)।

পুলিশ সূত্রে জানা গেছে, চলমান হরতাল-অবরোধে ঈশ্বরদীতে নাশকতা ও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা রয়েছে। ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় পুর্বের নাশকতা মামলা ছিল। এ কারণে তাঁদের আটক করা হয়েছে।

(এসকেকে/এএস/নভেম্বর ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test