E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় পুনর্বাসনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর পাঁচশ পরিবারের স্মারকলিপি প্রদান

২০২৩ নভেম্বর ২১ ২০:৫০:৪২
কলাপাড়ায় পুনর্বাসনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর পাঁচশ পরিবারের স্মারকলিপি প্রদান

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়াট লালুয়া ইউনিয়নে বানৌজা শের-ই-বাংলা নৌ-ঘাটি নির্মাণে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পাঁচশ’ পরিবারকে গৃহপুনর্বাসনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে জমি অধিগ্রহণকৃত পাঁচশ পরিবার প্রধানের স্বাক্ষর সংবলিত এই স্মারকলিপি প্রদান করা হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়েছে।

এসময় কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আনিসুর রহমান, হাওয়া বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন।

আবেদনকারীরা জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলাপাড়ায় পায়রা বন্দর ও পায়রা তাপবিদ্যুত কেন্দ্রসহ আরও দুইটি বিদ্যুত কেন্দ্র নির্মাণে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারকে গৃহপুনর্বাসনের আওতায় এনেছেন। কিন্তু শের-ই- বাংলা নৌ-ঘাটি নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারকে আজও পুনর্বাসনের আওতায় আনা হয়নি। ফলে এইসব জমি সরকার বুঝে নেওয়ার পরে অন্তত পাঁচশ’ পরিবার বাড়িহারা হবেন। এছাড়া ওই এলাকায় বেড়িবাঁধের স্লোপে বসবাস করা শত শত পরিবার উচ্ছেদ আতঙ্কে রয়েছেন। তাই মানবিক বিবেচনা করে এসব জেলে ও কৃষক পরিবার তাদেরকে আবাসনের মাধ্যমে পুনর্বাসনের দাবি করেছেন।

(এমকেআর/এএস/নভেম্বর ২১, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test