E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়ায় করাত কলে অভিযান, ৫ হাজার টাকা জরিমানা

২০২৩ নভেম্বর ২২ ১৫:৫০:৪১
কাপাসিয়ায় করাত কলে অভিযান, ৫ হাজার টাকা জরিমানা

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর বাজার এলাকায়  দুটি করাতকলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দুটি করাত কল থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার বিকেলে উপজেলার পাবুর-বরুন মোড় এলাকায় পাশাপাশি দুটি করাত কলে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত নূর মৌসুমী।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত নূর মৌসুমী বলেন, করাত কল (লাইসেন্স) বিধিমালা ২০১২ অনুযায়ী লাইসেন্স না নিয়ে স' মিল চালানোর দায়ে দুই মালিককের একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা ও স' মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ মেশিনের হ্যান্ডেল করাত জব্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় রাজেন্দ্রপুরে রেণ্ঞার ও বন কর্মকর্তা ও থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

(এসকেডি/এএস/নভেম্বর ২২, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test