E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অগ্নিসংযোগের বিরুদ্ধে নির্বাচনের আগ পর্যন্ত মাঠে থাকবো : আজমেরী ওসমান

২০২৩ নভেম্বর ২২ ১৬:৩৮:২০
অগ্নিসংযোগের বিরুদ্ধে নির্বাচনের আগ পর্যন্ত মাঠে থাকবো : আজমেরী ওসমান

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : অবৈধ হরতাল ও অবরোধের বিরুদ্ধে নারায়ণগঞ্জ-৫ আসনের মরহুম সাংসদ নাসিম ওসমানের সুযোগ্য সন্তান আজমেরী ওসমানের নেতৃত্বে বিএনপি-জামায়াতের দেশ ব্যাপী হরতাল অগ্নিসংযোগ কর্মসুচির বিরুদ্ধে নগরীতে গাড়ি বহর, মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২২ নভেম্বর) দুপুরে যুবনেতা আজমেরী ওসমানের নেতৃত্বে বিএনপির ডাকা ষষ্ঠ বারের মতো ৪৮ ঘন্টার অবৈধ হরতাল-অবরোধ কর্মসুচির বিরুদ্ধে দ্বিতীয় দিনে এ শোভাযাত্রা ও আনন্দ মিছিল করা হয়।

উক্ত হরতাল-অবরোধ কর্মসূচির বিরুদ্ধে ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পক্ষে এ শোভাযাত্রা ও আনন্দ মিছিলটি নারায়ণগঞ্জ-৫ আসনের মরহুম সাংসদ নাসিম ওসমানের সুযোগ্য সন্তান আজমেরী ওসমানের নেতৃত্বে গাড়ি বহর, মটর শোভাযাত্রাটি শহরের কলেজ রোড এলাকা থেকে শুরু হয়। এরপর শহরের মুল মুল সড়কে শোভাযাত্রা ও শ্লোগান দেন হরতাল অবরোধ বিরুদ্ধে। পূনরায় কলেজ রোড এলাকায় এসে শেষ হয় শোভাযাত্রাটি।

এসময় নারায়ণগঞ্জ-৫ আসনের মরহুম সাংসদ নাসিম ওসমানের তনয় আজমেরী ওসমান জানান, নির্বাচনের আগে পর্যন্ত যেকোনো পরিস্থিতিতে মাঠে থেকে বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিরোধ করা হবে। এদেশের সাধারণ জনগণ শেখ হাসিনা সরকারকে বার বার দেখতে চায়। জনগণ দেশের মধ্যে কোনো প্রকার মারামারি- হানাহানি ও অপ্রীতিকর ঘটনা দেখতে চাই না। সুন্দর ভাবে বাঁচতে চায় জনগণ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের উন্নয়নের রূপকার। বিএনপি-জামায়াতের উপর থেকে দেশের জনগণের আস্থা হারিয়ে গেছে। সাধারণ জনগণেরা ভালো করে জানেন বিএনপি-জামায়াতে কাছে ক্ষমতা গেলে দেশে আর শান্তি থাকবেনা। তাই আসছে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা কে আবার প্রাধানমন্ত্রী করে দেশকে উন্নয়নশীল রাস্ট্রে পরিনত করার জন্য তার হাতকে আরো শক্তিশালী করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা ও সাবেক ১০ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি কাজী আমীর, মোহাম্মদ আবদুল হামিদ, মোঃ নাসির, মোঃ সুমন, মোঃ মনির হোসেন, আব্দুল হামিদ, মোঃ হোসেন, ইফতি, শাকিলসহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

(এস/এসপি/নভেম্বর ২২, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test