E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

গভীর রাতে পাট বোঝাই চলন্ত ট্রাকে আগুন 

২০২৩ নভেম্বর ২২ ১৮:৪০:০১
গভীর রাতে পাট বোঝাই চলন্ত ট্রাকে আগুন 

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দিতে গভীর রাতে পাটবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকে থাকা পাটের ৫০ শতাংশের বেশি পুড়ে গেছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাত আড়াইটার দিকে বালিয়াকান্দি-সোনাপুর আঞ্চলিক সড়কের ঘোড়ামারা ব্রিজের উপর থেকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভান।

ট্রাক ড্রাইভার মোঃ জাহাঙ্গীর বলেন,দীর্ঘ ৪ বছর যাবত নাটোর থেকে মধুখালির আশাপুর আঃ রাজ্জাক খান জুট মিলে পাট নিয়ে আসি।গত রাতেও পাট নিয়ে যাচ্ছিলাম। বালিয়াকান্দির ঘোড়ামারা ব্রিজের কাছে পৌঁছালে অপর দিক থেকে একটি টলি আসায় ব্রিজের পাশে দাঁড়াই। পাশেই একটি মোটরসাইকেলে তিনজন লোক দাঁড়িয়ে ছিল। এদের মধ্যে একজন প্যান্ট পরা বাকি দুইজন লুঙ্গি পড়া ছিল। টলিটি ব্রিজ পার হলে আমি আবার রওনা করি। কিছুদূর যেতেই বুঝতে পারি ট্রাকের পিছনে আগুন লেগেছে। আমি নিরাপত্তার স্বার্থে নাড়ুয়া রোডে গাড়িটি ঢুকাই। পরে ফায়ার সার্ভিস পুলিশ এসে আগুন নিভায়। আমার গাড়িতে থাকা পাটের ৭০ থেকে ৮০ শতাংশ পুড়ে গেছে।

বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৈয়দ সরাফত আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।তবে রাস্তার পাশের একটি গোয়াল ঘর পুড়ে গেছে ট্রাকের আগুনে।ট্রাকসহ ট্রাকে থাকা পাটের ক্ষতি হয়েছে। কি কারণে আগুন লেগেছে সেটা সঠিক ভাবে বলা যাচ্ছে না।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন,ট্রাকের আগুন সড়কের পাশে থাকা বিভিন্ন বাড়ির পাটকাঠির বেড়াসহ খড়ের পালায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীদের নিয়ে আগুন নেভানো হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

(একে/এসপি/নভেম্বর ২২, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test