E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মানবিকতার অনন্য নিদর্শন ড্রাইভার নজরুল 

২০২৩ নভেম্বর ২৫ ১৭:০১:৪৩
মানবিকতার অনন্য নিদর্শন ড্রাইভার নজরুল 

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : নজরুল ইসলাম ড্রাইভার, যাকে এক নামেই ময়মনসিংহবাসী চেনে। প্রায় ৩৮ বছর যাবৎ ময়মনসিংহ জেলা প্রশাসকের সরকারী গাড়ী চালক হিসেবে কর্মরত আছেন।

এযাবৎ কাল ময়মনসিংহ জেলায় অনেক ডিসি এসেছেন, চলেও গেছেন। কিন্তু ড্রাইভার নজরুল তার জায়গায় অটল আছেন, অতীতে যত জেলা প্রশাসক এসেছেন সবাই নজরুল ড্রাইভারকে বেছে নিয়েছেন, রাগ, অনুরাগ কোনো কিছুই তাকে তার লক্ষ থেকে বিচ্যুতি করতে পারে নাই। নজরুল এক ছেলে ও তিন মেয়ের জনক-ছেলেটিও বাবার মত ভদ্র ও নম্র স্বভাবের, সেও একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ড্রাইভার পদে চাকুরী করেছেন।

এখন তিনি স্বপ্ন দেখেন জনসেবক হওয়ার। তার স্থায়ী বাসা ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর ৩০ নং ওয়ার্ড। তিনি এবার জনসেবায় ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর প্রতি দন্দীতা করার ইচ্ছা পোষন করেছেন। নজরুল বলেন সাড়া জীবন বিস্বস্থতার সাথে সরকারী চাকুরী করেছি, অনেক বড় বড় আমলাদের মন যুগিয়ে আজ চাকুরীর শেষ প্রান্তে এসে আমার মনে হয়েছে, অবহেলিত, নির্যাতিত, দরিদ্র মানুষের সেবা করার, তাই আমি৷ আগামী নির্বাচনে ময়মনসিংহ ৩০ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচন করতে চাই, উল্লেখ্য আগামী জানুয়ারি ২০২৪ ইং তে তিনি অবসর গ্রহন করবেন, তাই তিনি ওয়ার্ড বাসীর কাছে দোয়া চেয়েছেন।

তিনি আশা প্রকাশ করেন যে, আগামী যে কোনো সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন হউক, আমি নিজেকে জনসেবক হিসেবে তৈরী করছি। পরিশেষে আমি সকলের নিকট দোয়া চাই এবং মানুষ মানুষের তরে এটা প্রমান করতে অঙ্গীকারবদ্ধ।

(এনআরকে/এসপি/নভেম্বর ২৫, ২০২৩)

পাঠকের মতামত:

১১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test