E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মির্জাপুর ক্যাডেট কলেজে একজন বাদে বাকি সবাই জিপিএ ৫

২০২৩ নভেম্বর ২৭ ১৭:১৪:১৮
মির্জাপুর ক্যাডেট কলেজে একজন বাদে বাকি সবাই জিপিএ ৫

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে এইচএসসিতে শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। কলেজটির বিজ্ঞান বিভাগ থেকে ৪৭ পরীক্ষার্থী অংশ নেন। যাদের মধ্যে ৩৯ জন গোল্ডেন জিপিএ-৫সহ মোট ৪৬ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন এবং একজন ৪.০৮ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

গোল্ডেন জিপিএ-৫ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- অপু, রুবায়েত, বেনজীর, রাজিব, সাইফ, নাবিল, ফিয়াজ, মুন্না, পারভেজ, সামি, ওসেউ, পিয়াস, হামিম, হোসাইন, মাহির, আলভি, নবীন, তানজিম, ফারহান, রিয়াদ, সোহান, সাবিদ, ফাহিম, রাদিত, লাবিব, সাফিউর, জাওয়াদ, জুবায়ের, মিনহাজ, মাঈনুল, মাশরিক, তাসশিন, সাকিব, ফাহাদ, সিয়াম, জামিল, বায়জিদ, মুনতাসির, শাদিত, শুভ, শায়খ, হাশেম, আবিদ, আয়মান, ফয়সাল ও অষ্কন। এছাড়া শাহরিয়ার জিপিএ- ৪.০৮ পেয়েছেন।

এ বিষয়ে মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ রিয়াজ আহমেদ চৌধুরী জানান, শিক্ষার্থীরা ভালো ফলাফল করে সুনাম অর্জন করেছে। আমাদের ক্যাডেট কলেজে কঠোর নিয়ম, শৃঙ্খলা, লেখাপড়ায় গুরুত্ব এবং শিক্ষকদের চেষ্টা ও অভিভাবকদের আন্তরিকতায় এই ফলাফল। আগামী দিনগুলোতে আরও ভালো ফলাফল আশা করছি।

(এসএম/এসপি/নভেম্বর ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test