E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ঢাকা ১৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সাবেক সংসদ সদস্য তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ

২০২৩ নভেম্বর ২৮ ১৪:৪৩:৫৪
ঢাকা ১৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সাবেক সংসদ সদস্য তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ

কাজী দেলোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার : ঢাকা- ১৯ (সাভার- আশুলিয়া) আসনের সাবেক সংসদ সদস্য তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে নৌকা প্রতীকে নির্বাচিত এই সাবেক সংসদ সদস্য এবারও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। ২৬ নভেম্বর শনিবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের ২৯৮ আসনের মনোনয়ন ঘোষণা করা হলে এই আসনের নৌকার টিকেট পেয়েছেন বর্তমান সংসদ সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। এই ঘোষণা পরপরই মুরাদ জং এবং তার সমর্থকরা স্বতন্ত্র নির্বাচন করতে মনস্থির করেন। মুরাদ জং এবং তার পরিবারের সদস্যরা ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ করেন। এদের মধ্যে সাভার উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ

সম্পাদক আলী হায়দারের সঙ্গেও কথা বলেন মুরাদ জং। তার অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নির্বাচন করার খবর ছড়িয়ে দেন। এরপরই সাভার পৌর এলাকা সহ প্রায় সবকটি ইউনিয়নের মুরাদ জং এর ঘনিষ্ঠরা তার মিরপুরের বাসা ছুটে যান।

জনপ্রিয়তার পরীক্ষা দিতে তাকে সবাই প্রার্থী হওয়ার অনুরোধ করেন। আওয়ামী লীগ এবার যেহেতু জনসম্পৃক্ততার নির্বাচন চায় সেই বিবেচনায় স্বতন্ত্র প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ার কথা বলা হওয়ায় প্রার্থী হয়েছেন তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ। এ খবর সাভার আশুলিয়ার সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে গেলে তারা আনন্দে আত্মহারা হয়ে উঠেছেন।

তালুকদার মোহাম্মদ তৌহিদ জন মুরাদ দৈনিক আমার সংগ্রামকে বলেন আল্লাহ তাআলার রহমত আর মানুষের ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব সময় সাভার আশুলিয়ার বিভিন্ন অসাধারণ উপস্থিত ছিলেন।

(কেডিএইচ/এএস/নভেম্বর ২৮, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test