E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টাঙ্গাইল ৫ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন মুহাম্মদ মোজাম্মেল হক 

২০২৩ নভেম্বর ২৮ ১৮:৪৬:০৩
টাঙ্গাইল ৫ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন মুহাম্মদ মোজাম্মেল হক 

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইলের আটটি আসনেই জাতীয় পার্টি তাদের প্রার্থী বাছাই করেছে। সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

জানা গেছে, টাঙ্গাইল-৫ (সদর) আসনে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুহাম্মদ মোজাম্মেল হককে মনোনয়ন দিয়েছে দলটি।

মুহাম্মদ মোজাম্মেল হক ১৯৮৯ সালে টাঙ্গাইল পৌরসভার নির্বাচিত কমিশনার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন ও ২০০৫ সালে চেয়ারম্যান হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করেন।

টাঙ্গাইল -৫ আসনে জাতীয় পার্টি মনোনীত এমপি প্রার্থী মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, আমি টাংগাইল - ৫ আসনের সর্বস্তরের জনগণকে আন্তরিক প্রাণঢালা ভালবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার নেতা হুসাইন মোহাম্মদ এরশাদের রেখে যাওয়া জাতীয় পার্টির পক্ষে থেকে এইবার আমাকে লাঙ্গল মার্কা দেয়া হয়েছে। টাঙ্গাইলের জনগণ অতীতেও আমার নেতা হোসাইন মোহাম্মদ এরশাদের প্রতি ভালবাসা ছিল যার কারণে তিন-তিনবার জাতীয় পার্টির প্রার্থী এই টাঙ্গাইল থেকে জয়লাভ করেছিল। আজকে আমাকে দায়িত্ব দেয়া হয়েছে সদরে আসনের। আমি সর্বস্তরের মানুষকে আপনাদের মাধ্যমে বলতে চাই, জাতীয় সংসদ নির্বাচনে একটা মার্কার প্রয়োজন হয় আর আমার সেই মার্কা হল জনদরদি গরিবের বন্ধু ৯ বছরের সফল রাষ্ট্র নায়ক প্রয়াত হোসাইন মোহাম্মদ এরশাদ। মার্কা হচ্ছে লাঙ্গল। আমার নেতা হোসাইন মোহাম্মদ এরশাদ এর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি জাতীয় পার্টির একজন কর্মী হিসেবে আমি মনোনয়ন পেয়েছি। এ খবর শোনার পর টাঙ্গাইলে সদরের বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন শ্রেণীর পেশাজীবীর মানুষ আমাকে যে আন্তরিকতা ও ভালোবাসা প্রকাশ করছে তাতে আমি মুগ্ধ। মহান আল্লাহতালার অশেষ রহমতে ৭ জানুয়ারি এ সরকারের দেওয়া নির্বাচনে ভোট যদি সুষ্ঠ হয় তাহলে আমার মার্কা লাঙ্গলে ভোট দিয়ে সাধারণ মানুষ আমাকেই জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ।

(এসএম/এসপি/নভেম্বর ২৮, ২০২৩)

পাঠকের মতামত:

১১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test