E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নোয়াখালী ৪ আসনে মনোনয়ন জমা দিলেন একরাম

২০২৩ নভেম্বর ২৯ ১৬:৫৮:৫৬
নোয়াখালী ৪ আসনে মনোনয়ন জমা দিলেন একরাম

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : কয়েকশ নেতাকর্মী নিয়ে সুবর্ণচর উপজেলা  রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন নোয়াখালী ৪ (সদর -সুবর্ণচর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়ে প্রার্থী ৩ বারের সংসদ সদস্য একরামুল  করিম চৌধুরী।

২৯ নভেম্বর (বুধবার) বেলা ১২ টায় সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনী সহকারি রিটার্নিং কর্মকর্তা আল আমিন সরকার এর নিকট মনোনয়ন জমা দেন। এসময় নির্বাচন কর্মকর্তা নুসরাত জাহান উপস্থিত ছিলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা যুবলীগের আহবায়ক ও চরবাটা চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব, যুগ্ন আহবায়ক ও চর জুবিলী চেয়ারম্যান সাইফুল্যাহ খসরু, চর ক্লার্ক চেয়ানম্যান আবুল বাসার ডিপটি,নোয়াখালী জেলা পরিষদের সদস্য আতিক উল্যাহ সুজন, উপজেলা ছাত্রলীগ আহবায়ক আব্দুল্যাহ আল মামুন জাবেদসহ শতশত নেতাককর্মি।

এসময় একরামুল করিম চৌধুরী বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার, বাংলাদেশ বিশ্বের বুকে আজ মাথা তুলে দাঁড়িয়েছে, আমি ৪র্থ বারের মত নির্বাচিত হলে অসমাপ্ত উন্নয়ন মূলক কাজ সম্পন্ন সহ বেকারত্ব দূরিকরণ ও কৃষি উন্নয়নকে আরো শক্তিশালী করবো। সেই সাথে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান তিনি।

উল্লেখ্য আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর।

(আইইউএস/এএস/নভেম্বর ২৯, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test