E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করলেন জিল্লুল হাকিম

২০২৩ নভেম্বর ৩০ ১৮:১১:২৮
আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করলেন জিল্লুল হাকিম

একে আজাদ, রাজবাড়ী : পাংশা হযরত শাহ জুঁই (রাঃ)'র মাজার শরীফএর মাজার শরীফ জিয়ারতের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করলেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি রাজবাড়ী-২। আসন্ন আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এ নির্বাচনে পুনরায় নৌকার প্রার্থী রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। এ আসন থেকে তিনি টানা ৬ বার আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন।

৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মনোনয়নপত্র দাখিলের আগে সকাল ১১ টার দিকে নেতাকর্মীদের সাথে নিয়ে পাংশা হযরত শাহ জুঁই (রাঃ)'র মাজার শরীফ জিয়ারত করেন । দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করেন তিনি। মোনাজাত করেন পাংশা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিম। এসময় হোগলাডাঙ্গী এম আই কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মীর আব্দুল বাতেন, পাংশা শাহজই কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু মুসা আশয়ারী, চরঝিকড়ী আলিম মাদরাসার অধ্যক্ষ উপজেলা আওয়ামীলীগের ধর্মীয় সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুসসহ ওলামায়ে কেরামগন উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন -রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান এ.কে এম শফিকুল মোর্শেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলীউজ্জামান চৌধুরী টিটু, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, পাংশা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সামসুল আলম মৃধা, সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল ওহাব মন্ডল, পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী মাস্টার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুন্ডু, পাংশা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফ, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ নাজমুল হাকিম রুমি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার তাজবীর হাসান সিসিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কামাল আল মামুন, পাংশা উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পাংশা উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

(একে/এএস/নভেম্বর ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

১২ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test