E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবীতে বাম গণতান্ত্রিক জোটের কালো পতাকা মিছিল

২০২৩ নভেম্বর ৩০ ১৮:২৬:৪৭
নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবীতে বাম গণতান্ত্রিক জোটের কালো পতাকা মিছিল

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : এক তরফা নির্বাচনী তফসিল বাতিল, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন এবং দমন-পীড়ন, গ্রেপ্তার বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা আয়োজিত সমাবেশ কালো পতাকা মিছিল করেছে বাম গনতান্ত্রিক জোট।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জ চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই কালো পতাকা মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে বাম গনতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলার নেতা-কর্মীরা।

উক্ত সমাবেশ ও কালো পতাকা মিছিলটি সম্পাদক মন্ডলীর সদস্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা ইকবাল হোসেনের সঞ্চালনায় ও সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও সমন্বয়ক বাম গনতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলা কমরেড হাফিজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি শিবনাথ চক্রবতী, জেলা সদস্য সচিব বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) আবু নাঈম খান বিপ্লব, সম্পাদক মন্ডলী সদস্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা বিমল কান্তি দাস, সদস্য বাংলাদেশের সমাজতান্ত্রিক দল সেলিম মাহমুদ ও এস এম কাদির।

এসময় উপস্থিত নেতৃত্ববৃন্দ তাদের বক্তব্যে বলেন, এই সরকার একতরফা নির্বাচন করতে ব্যস্ত। এর আগেও একাধিক এ সরকার একতরফা নির্বাচন করেছে। দেশের জনগণ আর একতরফা নির্বাচন দেখতে চায় না। দেশের জনগণের এখন একটাই দাবী নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন।

এসময় আরো উপস্থিত ছিলেন শহর কমিটির সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আব্দুল হাই শরিফ, বাসদ জেলা নেতা রুহুল আমিন সোহাগ, সভাপতি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সাইফুল ইসলাম, রাশেদুল মঞ্জু, সাহানা আক্তার, কৃষ্ণা ঘোষ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা সজিব শরিফ, যুব ইউনিয়ন কেন্দ্রীয় নেতা শিশির চক্রবতী প্রমুখ।

(এমএস/এএস/নভেম্বর ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

১১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test