E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

২০২৩ ডিসেম্বর ০১ ১৫:৩২:০১
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক ও অটোচালক নিহত হয়েছে। নিহতরা হলো-শ্রমিক অরুন প্রামানিক (৫০) ও অটোচালক রিপন সিকদার (৩০)। অরুন প্রামানিক কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের মুকুল প্রমানিকের ছেলে এবং রিপন সিকদার  গোপালগঞ্জ সদর উপজেলার পাইকের ডাঙ্গা গ্রামের মোকলেছ সিকদারের ছেলে।

শুক্রবার (০১ ডিসেম্বর) ভাটিয়াপাড়া গোলচত্বর ও সদর উপজেলার গোপিনাথপুর এলাকায় এসব দুর্ঘটনা দু’টি ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, সকাল সাড়ে ৫টার দিকে কাশিয়ানীর ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় ঢাকা খুলনা মহাসড়কের উপর পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের কাজ শেষে অরুন প্রামানিক বাইসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে ঢাকা হতে খুলনাগামী অজ্ঞাত ট্রাকের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।

অপরদিকে, সকাল ১০ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপিনাথপুর এলাকায় নসিমনের পিছনের চাকা ফেটে রিং ছুটে গিয়ে অটোগাড়ি নিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা অটোচালকের গায়ে লেগে সে মারাত্মক আহত হয়। পরে চিকিৎসাধিন অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে তার মৃত্যু হয়।

(এমএস/এএস/ডিসেম্বর ০১, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test