E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

গামছা নিয়ে মাঠে নামলেন বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী পরেশ মোদক

২০২৩ ডিসেম্বর ০১ ১৭:৪২:২৬
গামছা নিয়ে মাঠে নামলেন বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী পরেশ মোদক

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : আগামী ৭ জানুয়ারি দ্বাদশ  জাতীয় সংসদ নির্বাচনে গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহ সদর আসনে জাতীয় শ্রমিক লীগ বঙ্গবীর কাদের সিদ্দিকীর আস্থাভাজন ও বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী সাবেক কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন পরেশ চন্দ্র মোদক ময়মনসিংহ জেলা প্রশাসকের নিকট তার মনোনয়ন জমা করেন। 

এ সময় তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও এন পি এস মানবাধিকার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট এ টি এম মাহাবুব উল আলম ও ময়মনসিংহ জাতীয় শ্রমিক যুব লীগের পরীক্ষিত নেতা দীপক দে সহ অনেকেই।

ময়মনসিংহ বাসী এতোদিন বলতেন আমরা বাঁচতে চাই মুক্তি চাই, আমাদের কেউ নেই! আমরা যোগ্য
অভিভাবকহীন! আমাদের ময়মনসিংহ ভাগ্য পরিবর্তন কেউ করলো না। যোগ্য শিক্ষিত নীতিবান কাউকে পেলাম না? সাধারণ জনগণ থেকে শুরু করে সুশীল, সাহিত্য সংস্কৃতি,ব্যাবসা বাণিজ্য, রাজনৈতিক এদল ও দলের নেতা কর্মী, নাট্যকর্মী এবং শিক্ষা প্রতিষ্ঠান গুলোর ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অধ্যাপক কেউ বাদ যায়নি হতাশার বাণী লিখতে ও বলতে ? একজন সৎ নীতিবান যার দ্বারা ময়মনসিংহ সদর ৪ আসনের মঙ্গল বয়ে আনবে, সরকারের সকল উন্নয়নের অগ্রযাত্রা।

ময়মনসিংহের জনগণের কল্যানে বাস্তবায়ন করবে এমন কাউকে খুঁজে, দল মত জাতি ধর্ম নির্বিশেষে, আপনার ভোটটি কি আর্দশ নীতি সততা ন্যায় এবং ময়মনসিংহ উন্নয়নের জন্য নিজেকে যোগ্য নাগরিক এবং যোগ্য ভোটার মনে করেন, দূনীতিবাজদের কাছে আপনার ভোট ও মাথা নত হবে না।
তিনি পরেশ চন্দ্র মোদক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীন সমাজ বিজ্ঞান অনুষদের সাবেক ডীন।বি এস সি,এগ্রি ইঞ্জিনিয়াররিং, ম এস ডিএএস ( ঢাকা) আই এফ এফ আই টি( নেদারল্যান্ডস), ডি আই হোম, ডি এইচ এম(লন্ডন)।

বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম এর ডাকে জাতীয় মুক্তিযোদ্ধা বা প্রতিরোধ যোদ্ধা হিশেবে অংশ গ্রহন করেন। বর্তমানে তিনি চিকিৎসা সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন-
দেশের মানুষের জন্য। এছাড়াও মানব কল্যানে রয়েছে তার আধ্যাত্মিক ও নৈতিক চর্চার প্রতিফলনের কাজ। রয়েছে এইদেশ সমাজ এবং ময়মনসিংহ সদর বাসীকে মুক্তির জন্য এবং উন্নত জীবন যাপন করার জন্য চিন্তা চেতনা।

ডাঃ পরেশ চন্দ্র মোদক বলেন, আমি সাড়াটি জীবন নিজেকে মানব সেবায় নিয়োজিত রেখেছি এবং বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকীর আস্থাভাজন ও অনুপ্রেরণায় ভবিষ্যতের সোনার বাংলার স্বপ্ন বুকে নিয়ে বেচেছি-, আজ বাকী জীবনটা আমি আমার ময়মনসিংহ বাসীর জন্য উৎসর্গ করে যেতে চাই (যুদ্ধ হবে আরেকবার গামছা হবে হাতিয়ার) এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আমি গামছায় ভোট প্রার্থনা করছি। জাতি ধর্ম, নির্বিশেষে ময়মনসিংহ সকল মানুষের কাছে।

(এনআরকে/এসপি/ডিসেম্বর ০১, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test