E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

আলফাডাঙ্গায় অর্ধ শতাধিক পরিবারের মাঝে লেপ বিতরণ

২০২৩ ডিসেম্বর ০২ ১৪:৫৩:০০
আলফাডাঙ্গায় অর্ধ শতাধিক পরিবারের মাঝে লেপ বিতরণ

আলফাডাঙ্গা প্রতিনিধি : শীত শুরু না হতেই ফরিদপুরের আলফাডাঙ্গায় অর্ধ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে লেপ বিতরণ করেছে ফ্রেন্ডস ফিলিংস ক্লাব নামে একটি সামাজিক সংগঠন।

১ ডিসেম্বর শুক্রবার সকাল ১১টায় উপজেলার বানা বাজারে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে লেপ বিতরণ করা হয়।

লেপ বিতরণকালে সংগঠনটির সাধারণ সম্পাদক হাসান শেখ, সদস্য হাদী সোহেল, মো. তাজিবুল ইসলাম, আশিক শেখ, রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম টুটুল ও বিপুল কুমার বিশ্বাস সহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন

২০০৬ সালে ফ্রেন্ডস ফিলিংস ক্লাব যাত্রা শুরু করে। প্রতিষ্ঠাকাল থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড করে আসছে সংগঠনটি । সংগঠনের বর্তমান সভাপতির দায়িত্বে রয়েছেন আশরাফ হোসেন, সহ-সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. হাসান শেখ ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন।

ফ্রেন্ডস ফিলিংস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান শেখ বলেন, 'প্রতিবছরই শীতের শুরুতে আমরা লেপ বিতরণ করি। এ বছর সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মতিয়ার রহমানের সার্বিক সহযোগিতায় লেপ প্রস্তুত করার পর তা হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। প্রতিবছর আমাদের বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড চলমান থাকবে'

(টিইউ/এএস/ডিসেম্বর ০২, ২০২৩)

পাঠকের মতামত:

২২ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test