E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বাগেরহাটে ত্রিমুখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত

২০২৩ ডিসেম্বর ০৩ ১৬:১৬:৫৬
বাগেরহাটে ত্রিমুখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে বরিশালগামী দ্রুতগামী যাত্রীবাহী দূরপাল্লার ধানশিড়িঁ পরিবহন, মোটরসাইকেল ও ইজিবাইকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত ও অপর দুইজন গুরুতর আহত হয়েছে।

আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে বাগেরহাট সদরের বৈটপুর এলাকায় এই সড়ক দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাগেরহাট জেলা ২৫০ বেড হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল চালক ও আহত দুই মোটরসাইকেল আরোহীদের মধ্যে আরো একজন মারা যায়।

নিহতরা হলেন, বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের মান্নান জমাদ্দারের ছেলে মোটরসাইকেল চালক মিজান জমাদ্দার (৩৫), ফারুক খানের ছেলে মোটরসাইকেল চালক রাব্বি খান (২৫) মারা যান। গুরুতর আহত ইজিবাইকের চালক ফয়সল (২৮) ও মোটরসাইকেল আরোহী রনির (২৫) অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের বাড়ীও শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে। পুলিশ ধাওয়া করে ধানশিড়িঁ পরিবহনটি আটক করলেও চালক ও হেলপাররা পালিয়ে গেছে। মোটরসাইকেল চালক রাব্বি ছাড়া। বাকি তিনজনই সুন্দরবনে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। তারা আদালতে একটি মামলায় হাজিরা দিতে বাগেরহাটে যাচ্ছিলেন বলে জানিয়েছেন শরণখোলা উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ।

বাগেরহাট পুলিশের মিডিয়া সেলের প্রধান ওসি বাবুল আক্তার জানান, বেপরোয়া গতিতে চলা বরিশালগামী ধানশিড়িঁ পরিবহনটি প্রথমে একটি ইজিবাইকের ধাক্কা দিয়ে যাত্রীবাহী পরিবহন, মোটরসাইকেল ও ইজিবাইকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে এই হতাহতের ঘটনা স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাগেরহাট জেলা ২৫০ বেড হাসপাতালে নিয়ে যায়। মোটরসাইকেলকে চাপা দেওয়া ধানশিড়িঁ পরিবহনটি আটক করা হয়েছে। চালক ও হেলপাররা পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ রয়েছে।

(এস/এসপি/ডিসেম্বর ০৩, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test