E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারায়ণগঞ্জে ৫টি আসনে ৩৮ জন প্রার্থীর বৈধতা ঘোষণা; ৭ জনের মনোনয়ন পত্র বাতিল

২০২৩ ডিসেম্বর ০৪ ১৭:০৪:০২
নারায়ণগঞ্জে ৫টি আসনে ৩৮ জন প্রার্থীর বৈধতা ঘোষণা; ৭ জনের মনোনয়ন পত্র বাতিল

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার ৫টি আসনের মনোনয়ন পত্র বাছাই শেষে ৩৮ জন প্রার্থীর বৈধতা  ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। জেলার ৫টি আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন ৪৫ জন প্রার্থী যার মধ্যে ৭ জনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, বৈধ প্রার্থীরা হলেন: নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক)- (আওয়ামী লীগ), তৈমুর আলম খন্দকার(তৃণমূল বিএনপি), একেএম শহিদুল ইসলাম (ইসলামি ফ্রন্ট বাংলাদেশ), শাহাজাহান ভুইয়া (স্বতন্ত্র), গাজী গেলাম মর্তুজা- (স্বতন্ত্র), মো. জোবায়ের আলম- (স্বতন্ত্র),মো. হাবিবুর রহমান(স্বতন্ত্র), মো. সাইফুল ইসলাম (স্বতন্ত্র), মো. জয়নাল আবেদীন চৌধুরী(স্বতন্ত্র)।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে
নজরুল ইসলাম বাবু- (আওয়ামী লীগ), মো. আবু হানিফ হৃদয়- (তৃণমূল বিএনপি), আলমগীর সিকদার লোটন- (জাতীয় পার্টি), শাহজাহান (জাকের পার্টি)।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে লিয়াকত হোসেন খোকা (জাতীয় পার্টি), কায়সার হাসনাত (আওয়ামী লীগ), মো. মজিবুর রহমান মানিক (বাংলাদেশ তরিকত ফেডারেশন), মোহাম্মদ আসলাম হোসেন (বাংলাদেশ সুপ্রিম পার্টি), এবিএম ওয়ালিউর রহমান খান (বিএনএম), নারায়ণ দাস (বিকল্প ধারার বাংলাদেশ), এরফান হোসেন (স্বতন্ত্র), মারুফ ইসলাম ঝলক (স্বতন্ত্র), মো. আরিফ (মুক্তিজোট), রুবিয়া সুলতানা (স্বতন্ত্র), এ.এইচ.এম মাসুদ (স্বতন্ত্র)।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে শামীম ওসমান (আওয়ামী লীগ), মো. সৈয়দ হোসেন (সমাজতান্ত্রিক দল জাসদ), মো. আলী হোসেন (তৃণমূল বিএনপি), মো. মুরাদ হোসেন জামাল (জাকের পার্টি), মো. ছালাউদ্দিন খোকা (জাতীয় পার্টি), মো সেলিম আহমেদ (বাংলাদেশ সুপ্রিম পার্টি), মো. হাবিবুর রহমান (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মো. শহীদ উন নবী (ন্যাশনাল পিপলস পার্টি), গোলাম মোর্শেদ রনি (বাংলাদেশ কংগ্রেস)।

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে একেএম সেলিম ওসমান (জাতীয় পার্টি), এএমএম একরামুল হক (ইসলামি ফ্রন্ট বাংলাদেশ), মোর্শেদ হাসান (জাকের পার্টি), মো. আব্দুল হামিদ ভাষানী ভূইয়া (তৃণমূল বিএনপি) ছামসুল ইসলাম (বাংলাদেশ সুপ্রিম পার্টি)।

এছাড়া নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে জামানত জমা না দেয়ার কারনে আফাজউদ্দিন মোল্লা- (বাংলাদেশ সুপ্রীম পার্টি)।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ঋণ খেলাপির জন্য মো. শরিফুল ইসলাম- (স্বতন্ত্র), ও ফর্ম সঠিক ভাবে পুরন করতে না পারায় মামুন দিদার(স্বতন্ত্র)।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে সিরাজুল হক (বাংলাদেশ কংগ্রেস) ও মো. জামিল মিজি (জাকের পার্টি) দুজনের ঋণ খেলাপির দায়ে।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে মো. রাশেদুল ইসলাম (স্বতন্ত্র) ১% ভোটারের স্বাক্ষর যথাযত ভাবে প্রদান করতে পারেনি ও কাজী দেলোয়ার হোসেন (স্বতন্ত্র) ফর্ম সঠিক ভাবে পুরন ও ১% ভোটারের স্বাক্ষর দিতে না পারায় এই ৭ জনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করে জেলা রিটার্নিং কর্মকর্তা।

উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি রবিবার নির্বাচন অনুষ্ঠিত হবে।

(এমএস/এএস/ডিসেম্বর ০৪, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test