E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিএনপির ডাকা ৪৮ ঘন্টার অবরোধে মৌলভীবাজারে ভিপি মিজানের নেতৃত্বে পিকেটিং

২০২৩ ডিসেম্বর ০৬ ১৯:৩৫:৪৯
বিএনপির ডাকা ৪৮ ঘন্টার অবরোধে মৌলভীবাজারে ভিপি মিজানের নেতৃত্বে পিকেটিং

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মামলা আর ধরপাকড়ের ভয় উপেক্ষা করে সরকারের পদত্যাগ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, তফসিল বাতিলসহ চলমান একদফা দাবিতে ১০ম দফায় ডাকা ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধের সমর্থনে মৌলভীবাজার ভিপি মিজানের নেতৃত্বে সড়কে পিকেটিং করেছেন বিএনপির নেতাকর্মীরা। 

বুধবার (৬ ডিসেম্বর) ভোরে শহরের পুরাতন হাসপাতাল সড়কে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে মিছিলসহ পিকেটিং কর্মসূচি পালন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান। বুধবার রাতেও একই কর্মসূচিতে অবরোধের সমর্থনে জেলা কৃষকদলের শান্তিপূর্ণ মশাল মিছিল করে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মুহিতুর রহমানর হেলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরী, ছাত্র বিষয়ক সম্পাদক গাজী মারুফ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিক আহমদ আহাদ, সাবেক জেলা ছাত্রদল নেতা সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনিসুজ্জামান বায়েছ, জেলা কৃষক দলের সদস্য সচিব মোনায়িম কবির, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান, যুগ্ম আহবায়ক আব্দুল মমিন ও যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম প্রমুখ।

এ দিকে ভিপি মিজানের নেতৃত্বে পুলিশি তৎপরতা উপেক্ষা করে চলমান অবরোধের সমর্থনে রাজপথে কর্মসূচি পালন করতে দেখা গেলেও জেলা বিএনপির সিনিয়র অনেক নেতাই এখন নিরব। তবে বিএনপি নেতাকর্মীরা অবরোধ কর্মসূচিতে মাঝে মধ্যে তৎপর থাকলেও জেলার সবগুলো সড়কেই যানবাহন চলাচল চলছে স্বাভাবিক গতিতেই। কোথাও নেই অবরোধের কোন প্রভাব।

(একে/এএস/ডিসেম্বর ০৬, ২০২৩)

পাঠকের মতামত:

১৬ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test