E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 ধর্মঘট শুরু :উত্তরবঙ্গের শাহজাদপুরের বাঘাবাড়ি নৌ-বন্দর অচল

২০১৪ নভেম্বর ০৯ ১৪:১৮:৪৯
 ধর্মঘট শুরু :উত্তরবঙ্গের শাহজাদপুরের বাঘাবাড়ি নৌ-বন্দর অচল

শাহজাদপুর( সিরাজগঞ্জ) প্রতিনিধি :গত শনিবার সকাল থেকে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারশন থেকে অনির্দ্দিষ্ট কালের জন্য নৌযান ধর্মঘটের ডাক দেওয়ায় শাহজাদপুরের বাঘাবাড়ি নৌ-বন্দর অচল হয়ে পড়েছে।

গত দুদিন ধরে সারসহ কোন মালামাল জাহাজ থেকে খালাস করতে না পারায় সারসহ অন্যান্য মালামাল বন্দরে প্রায় শুন্য হয়ে পড়েছে।

বাঘাবাড়ি নৌ-বন্দর সুত্রে জানা গেছে, চট্রগ্রাম, খুলনা, যশোরে নওয়াপাড়া থেকে নৌ-পথে কার্গো যোগে বিভিন্ন প্রকার রাসায়নিক সার, অন্যান্য মালামাল ও জ্বালানী তেল বাঘাবাড়ি নৌ-বন্দরে এসে থাকে।

এখান থেকে পরবর্তীতে নৌ ও সড়ক পথে উত্তারাঞ্চলের ১৬টি জেলার ডিলারদের কাছে পাঠানো হয়। ধর্মঘটের গত দুদিনে বন্দরে অপেক্ষামান ত্রিশটি কার্গো থেকে মালামাল খালাস করা সম্ভব হচ্ছে না।

এতে করে বাঘাবাড়ি বন্দরে মালামাল ওঠানামার কাজে নিয়োজিত প্রায় আটশ শ্রমিক বেকার হওয়ার পাশাপাশি বন্দর ইজারাদারের প্রতিদিন লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখিন হতে হচ্ছে। এছাড়া বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের বাঘাবাড়ি নৌ বন্দরে অবস্থিত অয়েল ডিপোতে তেল খালাসের অপেক্ষায় ডিপোর পাশেই অপেক্ষামান তেলবাহী জাহাজ থেকে তেল খালাস করতে না পারায় এ দুদিন পদ্মা, মেঘনা ও যমুনা এ তিন কোম্পানি তাদের রিজার্ভ থেকে ডিলারদের মাঝে ডিজেলসহ অন্যান্য জ্বালানি তেল সরবরাহ করতে হচ্ছে।

উল্লেখ্য গত শুক্রবার ভোর রাতে ভোলা জেলার সীমান্তবর্তি মেঘনা নদীর মোহনা বাতির খাল (লুব্দা বয়া সিগন্যালের নিকট) এলাকায় এমভি কর্ণফুলি-৫ নামের একটি সার বোঝাই জাহাজ ডাকাতের কবলে পড়ে। ডাকাতরা জাহাজের চালকসহ এগারোজন কর্মচারীর মধ্যে নয়জনকে টাকা পয়সা সহ অপহরন করে নিয়ে যায়। দুজনকে মারধর করে জাহাজের বাথরুমের মধ্যে আটকে রাখে। এ ঘটনা জানাজানি হওয়ার পর অপহরন কৃত শ্রমিকদের উদ্ধার করার দাবি জানিয়ে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারশনের পক্ষ থেকে অনিদিৃষ্ট কালের জন্য এ ধর্মঘটের ডাক দেয়া হয়। এ ঘটানার পর থেকে উক্ত নৌ-পথে সকল প্রকার মালবাহি জাহাজ চলাচল বন্ধ রয়েছে। ফলে চট্রগ্রাম, খুলনা ও যশোর থেকে সার ও জ্বালানী তেলবাহি জাহাজ বাঘাবাড়ি বন্দরে আসা বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে বন্দরে থাকা ত্রিশটি সার ও জ্বালানী তেলবাহি জাহাজ খালাশ ও বন্ধ রয়েছে।

বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি মোঃ জিন্নাত আলী বলেন, এমভি কর্ণফুলি-৫ জাহাজটি চট্রগ্রাম থেকে সার বোঝাই করে বাঘাবাড়ি বন্দরে আসছিলো। নৌ-পথের উক্ত স্থানে ডাকাতরা জাহাজে হানা দিয়ে ৯জনকে অপহরন করে নিয়ে গেছে। দুজনকে বাথরুম থেকে উদ্ধার করা হলেও বাকী নয়জনকে উদ্ধার না করা পর্যন্ত আমাদের ধর্মঘট অব্যহত থাকবে।

বাঘাবাড়ি বন্দরের ইজারাদার মোঃ আব্দুস সালাম এর প্রতিনিধি আবুল হোসেন জানান, ধর্মঘটের কারনে জাহাজ চলাচল বন্ধের পাশাপাশি বন্দরে থাকা ত্রিশটি সার ও তেলবাহী জাহাজ থেকে নৌযান শ্রমিকদের বাধার কারনে মালামাল খালাশ করা সম্ভব হচ্ছেনা। ফলে বন্দরের সকল কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরিন নৌ-পরিবহন কর্তৃপক্ষের বাঘাবাড়ি বন্দরের সহকারী পরিচালক মোঃ আজমল আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লুব্দা বয়া সিগন্যালের কাছে একটি জাহাজে ডাকাতির ঘটনা ঘটেছে। যে কারনে নৌ-যান শ্রমিকরা ধর্মঘট আহবান করায় জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এদিকে বাঘাবাড়ি বন্দরে সার বোঝাই অপেক্ষামান জাহাজ থেকে সার খালাস করতে না পারলে দুই এক দিনের মধ্যেই উত্তর বঙ্গের ষোল জেলায় সার সংকট দেখা দিতে পারে বলে আশংকা প্রকাশ করছেন সার ব্যবসায়ীরা। এবার আসন্ন রবি ও বোরো মৌসুমে কৃষকদের হাতে সার পৌছে দিতে না পারলে কৃষি উৎপাদনে মারাত্বক ক্ষতির সম্মুখিন হওয়ার আশংকা ব্যক্ত করেছেন কৃষি বিভাগ।

(এটিপি/এসসি/নভেম্বর০৯,২০১৪)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test